Forums.Likebd.Com

Full Version: ব্যক্তিভেদে কৃপণতার কতিপয় লক্ষণসমূহ
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
স্বামীর চোখে স্ত্রী
বেতনের পুরো টাকা স্বামীর কাছ থেকে নেওয়ার
পর স্বামী হাত খরচের টাকা চাইলে বিভিন্ন
অজুহাতে তা কমিয়ে দেওয়াটাই স্বামীর চোখে
স্ত্রীর কৃপণতার লক্ষণ।
শ্বশুরের চোখে জামাই
শ্বশুরের অসময়ে পাশে থাকার পরেও আদর-
আপ্যায়নে ঘাটতি পরিলক্ষিত হওয়াটাই শ্বশুরের
চোখে জামাইয়ের কৃপণতার লক্ষণ।
স্ত্রীর চোখে স্বামী
নানাবিধ চাহিদা পূরণ করার পরও স্ত্রীর যেকোনো
অর্থনৈতিক আবদার পূরণে ঘাটতি থাকাটাই স্ত্রীর
চোখে স্বামীর কৃপণতার লক্ষণ।
জামাইয়ের চোখে শ্বশুর
শ্বশুরের অঢেল সম্পদ থাকার পরও জামাইকে দিতে
অনীহা প্রকাশ করাটাই জামাইয়ের চোখে শ্বশুরের
কৃপণতার লক্ষণ।
শাশুড়ির চোখে জামাই
অঢেল টাকা-পয়সা খরচ করে আদর-আপ্যায়ন না করতে
পারাটাই শাশুড়ির চোখে জামাইয়ের কৃপণতার
লক্ষণ।
ছেলেমেয়ের চোখে বাবা
ঠিকমতো পকেট খরচ ও কেনাকাটা না করে
দেওয়াটাই ছেলেমেয়ের চোখে বাবার কৃপণতার
লক্ষণ।
জামাইয়ের চোখে শাশুড়ি
শ্বশুরের অগোচরে জামাইয়ের আবদার পূরণ এবং
বিভিন্ন উপঢৌকন দিয়ে খুশি না করাটাই
জামাইয়ের চোখে শাশুড়ির কৃপণতার লক্ষণ।
প্রেমিকার চোখে প্রেমিক
মানিব্যাগ সবসময় তরতাজা না থাকাটাই
প্রেমিকার চোখে প্রেমিকের কৃপণতার লক্ষণ।
তথ্যসূত্রঃ ইন্টারনেট