Forums.Likebd.Com

Full Version: বুক ডন দিয়ে বিশ্ব রেকর্ড
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
বুক ডন (পুশ আপ) দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
গড়লেন জার্মানির এক যুবক। তাঁর নাম এনগক দুক
ত্রান।
এনগক এক মিনিটে সবচেয়ে বেশি বুক ডন দিয়েছেন-
৫৫ বার। তাও উল্টো হাতে, আর পীঠে ৪০ পাউন্ড
ওজন নিয়ে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের
ওয়েবসাইটে এ সংবাদ জানিয়েছে। ৫ জানুয়ারি
তারা সংবাদটি প্রকাশ করে।
এনগক পেশায় শরীরচর্চার প্রশিক্ষক। তিনি এর
আগের ৫১ বার বুক ডন দেওয়ার রেকর্ড ভেঙেছেন।
সেই রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের প্যাট্রিক
হার্ডির। দুই বছর আগে ক্যালিফোর্নিয়ার লমপেকের
ইন-শেপ সিটিতে রেকর্ড গড়েছিলেন তিনি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মতে, কাজটি খুব সহজ
নয়। পীঠে বাড়তি ওজন নেওয়ায় কাজটি অনেক
বেশি কঠিন হয়ে যায়। কারণ বাড়তি ওজন একটি তিন
বছরের শিশুর ওজনের সমান!
রেকর্ড গড়ার পর এনগককে প্রশ্ন করা হয়, কেন তিনি
এ কাজ করলেন? জবাবে তিনি বলেন, ‘সম্মানের
জন্য।’