রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে |
খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে |
সাজবে সবায় নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক |
"ঈদ মোবারক"
আজ খুশির বাধ বেঙেছে ।
উঠছে ঈদের চাদ ।
ঘুম নাইরে ঘুম নাইরে আজ সারা রাত ।
গাছে গাছে নতুন কলি ফুটবে এবার ফুল ।
সবার জন্য রইল আমার ঈদের আমন্ত্রন ।
ঈদ মোবারক
ভোর হলো দুর খোল, চোখ মেলে দেখরে।
রোযা শেষ রোযা শেষ, ঈদ চলে এল রে।
নতুন জামা পড়ব রে, হাসি খুসি থাকব রে .
ঈদ চলে এল সবার দুয়ারে।
শুভেচ্ছা রয়লো সবাইকে .
ঈদ মোবারক ঈদ মোবারক।
মেঘলা আকাশ মেঘলা দিন,
ঈদের বাকি কিছুদিন,
কাপড় চোপড় কিনে নিন,
গরিব দুঃখির খবর নিন,
দাওয়াত রইল ঈঁদের দিন.
*) “ঈদ মোবারক” (*
ঈদ" মানে খুশী' গরুর গলায় রশী' শীতের শর্দি কাসি'
আবার হুজুরের মুখে হাসি'
তবুও ঈদ" ভালোবাসি'
তাই সবাইকে ঈদ মোবারক জানিয়ে
এবার আমি আসি!
শুভ রজনী, শুভ দিন,রাত পরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
“ঈদ মোবারক”