Forums.Likebd.Com

Full Version: আপনার রক্তই বলে দেবে কতদিন বাঁচবেন আপনি!
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
অনলাইন ডেস্ক: আপনার রক্তই বলে দেবে আপনি
কতদিন বাঁচবেন। বোস্টন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা
এমনই দাবী করেছেন। ৫০০০ রক্তের নমুনা নিয়ে ৮
বছর ধরে পরীক্ষা চালান এই বিজ্ঞানীরা।
তারা বিভিন্ন ধরনের রক্তের নমুনা পান। পরীক্ষা করে
শনাক্ত করেন যে ভবিষ্যতে কোনো রক্তের
অবস্থা কেমন হবে। ভবিষ্যতে কার ক্যানসার,
হৃদ্রোগ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা
আছে তাও রক্ত পরীক্ষার মাধ্যমে শণাক্ত করতে
পারেন ওই বিজ্ঞানীরা। গবেষণার পর বিজ্ঞানীরা ২৬
ধরনের রক্তের বিভাগের জন্য আলাদা আলদা
বায়োমেকার আবিষ্কার করেন।
এই বায়োমেকারের মাধ্যমে রোগী আগে
থেকেই তার সম্ভাব্য রোগ থেকে সাবধান হতে
পারবে। সে রোগের কারণগুলিতেও রোগী
নিয়ন্ত্রণ আনতে পারবে বলে মনে করা হচ্ছে।
বয়সজনিত রোগ, স্ট্রোক ইত্যাদি রোগের
সম্পর্কেও আগাম জানা যাবে।