Forums.Likebd.Com

Full Version: ইসলামিক এসএমএস
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
Pages: 1 2 3 4
ইসলামিক এসএমএস
এক এক করে যাচ্ছে চলে মাহে রমযান,

কি করে দিবো আমি তার প্রতিদান.

ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত.

কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত.
জান্নাতের নেটওয়ার্ক হল "ইসলাম",

: : : সিম হল "ঈমান"। : : : বোনাস হল "রমযান",

: : : রিচার্জ হল "নামাজ", : : আর হেলপ লাইন হল"কোরআন"
পৃথিবিতে সব চাইতে কঠিন কাজ হল নিজে সংশোধন হওয়া আর সব চাইতে

সহজ কাজ হল অন্যের সমলোচনা করা..



... (হযরত আলী রাঃ)
“রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়।”



_______ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)
মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দুয়া করে আর বেঁচে থাকলে তোমাকে ভালবাসে।



___ হযরত আলী (রাঃ)
ঐ ব্যক্তিই প্রকৃত বুদ্ধিমান, যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে,

আর সে ব্যক্তিই নির্বোধ, যে সর্বদাই নিজেকে বড় ভাবে।



-------------হযরত আলী (রাঃ)
“মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়, সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন।”



_____বিশ্বনবী হযরত
"ধংস তার জন্য, যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না।"

— আল কুরআন
সে ব্যক্তি মুমিন নয়, যে নিজে তৃপ্তি সহকারে আহার করে,
অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে।

___(আল হাদিস)
Pages: 1 2 3 4