প্রতিদিন সকালে তোমার কাছে দুটো পথ খোলা আছে ! ঘুমটা চালিয়ে যাওয়া স্বপ্ন দেখতে দেখতে অথবা জেগে উঠে স্বপ্নটার পিছনে দৌড়ানো ! তোমার মর্জি কোন পথে যাবে !
--সুপ্রভাত --
সারা রাত সপ্ন দেখে। কত ছবি মন আকেঁ। এমন সময় সপ্নের রাজা। আমার বলে দিল টাটা।মা এসে দিল ডাকি। খুলতে হল দুটি আখিঁ। জেগে দেখি নাই রাত। তাই বলি শুপ্রভাত ।
সকালের প্রথম শিশির দিয়ে, সূর্যের প্রথম আলো দিয়ে, ফুলের প্রথম সৌরভ দিয়ে, হৃদয়ের এক বিন্দু ভালবাসা দিয়ে তোমাদের জানাই শুভ সকাল।
সকালের রোদ তুমি বিকেলের ছায়া, গোধূলির রং তুমি মেঘের মায়া। ভোরের শিশির তুমি জোছনার আলো, আমি চাই তুমি থাক সব সময় ভাল। শুভ সকাল।
দিন যায় দিন আসে, কেউ দুরে কেউ কাছে, কারও মন এলোমেলো, কারও মন খুব ভাল, রাত গেল দিন এল, নতুন সুর্য দেখা দিল। শুভ সকাল।
চোখ খুলে দেখ দিগন্ত তোমায় ডাকছে।পাখিরা আপন সুরে গান গাইছে। সূর্য মামা তোমার জানালার ফাঁক দিয়ে আলো দিচ্ছে। আর মোবাইল টা হাতে নিয়ে দেখ, কেউ তোমায় গুড মর্নিং বলছে। গুড মর্নিং।
শিশিরের ছোয়ায় ফুটেছে ফুল, তাই দেখে প্রজাপতি হয়েছে ব্যাকুল। কিচির মিচির করে ডাকছে পাখি, বন্ধু তুমি খোল আঁখি। শুভ সকাল।
ভোরের পাখি ডাকছে তোমায় চোখটা মেলে দেখ সকালের মিষ্টি রোদ একটু গায়ে মেখ।আঁধারের পর সূর্যের আলো, দিন টা তোমার কাটুক ভাল। শুভ সকাল।
ভোর হলো দোর খোলো বন্ধু তুমি ওঠরে, ওই দেখ তোমার মোবাইলে এস এম এস টা এলোরে। তোলো মোবাইল খোলো চোখ এস এম এস টা পড়ো রে। এস এম এস টা বলছে তোমায় শুভ সকাল হলো রে। শুভ সকাল।
নীল আকাশের মেঘের ভেলায়, দিঘির জলে ফুলের মেলায়। সবুজ ঘাসের শিশির কনায়, প্রজাপতির রঙিন ডানায়, একটা কথা তোমায় জানাই। সুপ্রভাত।