Forums.Likebd.Com

Full Version: বোকা বানানোর এসএমএস
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
Pages: 1 2 3 4
ওরে মন কথা শোন, যাবি চলে বান্দরবন,
বানরের মত সবাই ঝুলবি নাকি বল?
ওরে বাঁচাও আমায়, একটা বানর আমার পিছু নিয়েছে।
সেই বানরতা এস এম এস পড়তেছে।
জল পড়ে পাতা নড়ে।মহা গাঁধা এসএমএস পড়ে।
ওরে গাঁধা রাগিস না। বোকার মতো হাসিস না।
এই এসএমএস পড়বি যত, বুদ্ধি হবে গাঁধার মতো।
এখন আমার হাতে এক বোতল বিষ।
এত জ্বালা আমার সহ্য হয় না।
জানি এটা পাপ। এত যন্ত্রণা আর ভালো লাগে না।
তাই আমি যাচ্ছি .........ইদুর মারতে।
চোখ বুজে দেখো স্বপ্ন দেখো কি না,
পা বাড়িয়ে দেখো পথ খুজে পাও কি না,
মন বাড়িয়ে দেখো কেউ ভালোবাসে কি না,
হাত বাড়িয়ে দেখো .......কেউ পয়সা দেয় কিনা।
একটি ছাগলের চারটি বাচ্চা হয়েছে। একটি বাচ্ছা তার মাকে জিগাসা করল, মা আমার বাবা কোথায়? ছাগলটা বল্ল চুপ কর তোর বাবা এখন SMS পরছে।
হিজরা: বাবা আমার বিয়ে হবে না?
বাবা: হবে চিন্তা করিসনা,তোর বিয়ের জন্য যাকে ঠিক করেছি সে এখন Sms পড়ছে, Sms পড়ে লাইক না দিলে মনে করবি সে তোর স্বামী।
আলু পটল তরকারি,মেয়েদের মন সরকারি ।
পেঁয়াজ রসুন আদা,মেয়েরা সব গাঁদা ।
হারি পাতিল কলস,মেয়েরা সব অলস !
লাল নীল কালো, ছেলে সবাই খুব ভালো ॥
এক বছর পর দেখলাম, তারপর ধরলাম,
ভালো লাগল একটু টিপলাম,
নরম লাগল তারপর একটু
চুষে দিলাম মজা লাগল।
তাইতো বলি বছরের প্রথম
পাকা আমের স্বাদ-ই আলাদা
এই চলোনা ওই দিকে নির্জনে যাই Plz না বলোনা।
আরে এত করে বলছি তাও যাবে না ?
......ওই বেটা না গেলে বল অন্য রিকশা ডাকি।
আপনে একটা গরু, না একটা ছাগল,
না একটা ভেড়া, না না না বাজার থেকে
একটা দেশী মুগরী কিনে আমাকে
দাওয়াত দিয়ে খাওয়াবেন।
Pages: 1 2 3 4