Forums.Likebd.Com

Full Version: পরিণত পুরুষরা ভুলেও যা করে না
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
শুধু বয়স বাড়লেই মানুষ পরিণত হয় না। অনেক সময় কম বয়সেও মানুষ অনেক বেশি মানসিকভাবে পরিণত হতে পারে। আর দাম্পত্য জীবনে সুখী হতে হলে পুরুষদের মানসিকভাবে পরিণত হওয়া খু্বই জরুরি। কিছু বিষয় আছে, যা একজন পরিণত বয়সের পুরুষ কখনোই করবে না। আর আপনি এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন, আপনার পুরুষ সঙ্গীটি মানসিকভাবে পরিণত কি না। এ ক্ষেত্রে ব্রাইটসাইড ওয়েবসাইটের এই তালিকাটি আপনাকে সাহায্য করবে।
১. পরিণত বয়সের পুরুষরা চেহারা কিংবা শারীরিক কোনো ঘাটতি নিয়ে কখনোই উপহাস করেন না। বরং তারা তাদের সঙ্গীকে এসব বিষয়ে মানসিকভাবে সহায়তা করে, যাতে সে বিষয়গুলো স্বাভাবিকভাবে মেনে নিতে পারে।
২. আপনি যদি সুখী দাম্পত্য জীবন চান তাহলে একে অন্যের কাছ থেকে কিছুই লুকানোর চেষ্টা করবেন না। এক্ষেত্রে আপনার পুরুষ সঙ্গীটি যদি পরিণত বয়সের হয় তাহলে সে কখনোই আপনার ব্যক্তিগত বিষয়ে বাড়াবাড়ি করবে না।
৩. পরিণত বয়সের পুরুষরা কখনোই সমস্যা দেখলে পালায় না। বরং তারা নিজ দায়িত্বে সমস্যা সমাধানের চেষ্টা করে। কোনো রকম ঝামেলা ছাড়াই বুদ্ধি খাটিয়ে সবকিছুর সমাধান খুঁজে বের করে তারা।
৪. নিজের অনুভূতি প্রকাশ করাকে দুর্বলতা মনে করে না পরিণত বয়সের পুরুষরা। বরং তারা উপলব্ধি করতে জানে যে, অনুভূতি যতটা প্রকাশ হয় ভালোবাসা ততটাই বেড়ে যায়।
৫. শুধু বর্তমান নিয়ে পরে থাকে না পরিণত বয়সের পুরুষরা। তারা ভবিষ্যতকে অনেকটা গুরুত্ব সহকারে দেখেন এবং সেভাবেই সব পরিকল্পনা সাজিয়ে নেয়। যাতে জীবনটা আপনার সঙ্গে সুখে কাটাতে পারে।
৬. পরিণত বয়সের পুরুষরা তার বন্ধুদের থেকে আপনাকে বেশি গুরুত্ব দেবে। কারণ সে বোঝে আপনি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনার অনুভূতি তার কাছে সবকিছুর ঊর্ধ্বে।
৭. বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে পরিণত বয়সের পুরুষরা। তারা খুব ভালো করেই বোঝে বাবা-মা, পরিবার একজন মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
৮. একজন পুরুষ পরিণত বয়সের হওয়ার কারণেই সঙ্গীকে সম্মান করতে জানে। এমনকি সে কখনোই শারীরিক বা মানসিক নির্যাতনের পক্ষে না। সঙ্গীকে মানসিক স্বস্তি ও নিরাপত্তা দেওয়াটাকে সে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করে।