শীত গেলো গরম এল, পুকুরের পানি ময়লা হল।
গরমের এখনো নুতন রুপ, নদীতে দিতে হবে ডুপ।
ওরে আমার বন্ধু গন,তোমাদের গরমের নিমন্ত্রণ।
গাছে গাছে নতুন পাতা, ফুল ফুটছে বেশ।
সব পাখির মন খারাপ শিতের হল শেষ।
নতুন রুপে, নতুন সাঁঝে ণিভাবে মনের আগুন।
তাইতো আজ প্রকৃতি জুড়ে বসন্তের ফাগুন।
ফুল ফুটলো রাশি রাশি,
উদাস মনটা বেজাই খুশি।
বসন্তের আগমনে,
ফুল ফুটেছে সব বাগানে।
তাই কোকিল গান করে, মনের টানে।
ফুলের রানি, রূপের রানি, কোথায় তুমি যাও ?
তোমার সাথে সঙ্গী করে আমায় নিয়ে যাও।
কি সুন্দর হাসি তোমার , মায়াবীতে ভরা...
তোমায় পেলে সত্যি আমি, হব দিশে হারা
"শুভ বসন্ত"