Forums.Likebd.Com

Full Version: সাধারন এসএমএস
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
Pages: 1 2
জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম।

যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন।

তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে

পরীক্ষায় ফেইল করাটা স্বাভাবিক।
মানুষের মনটা বড়ই অদ্ভুত
কেউ কাদে একটু খানি সুখের আশায়
আর কেউ এক আকাশ সুখ পেয়েও
হারিয়ে ফেলে সব অবহেলায় ।
মিথ্যা বললে তা তোমার মনেই রয়ে যায়।
মনকে খোঁচাতে থাকে।
সত্য বলার সবচেয়ে বড় সুবিধা হলো
তুমি কি বলেছো তা আর তোমার
মনে রাখার প্রয়োজনীয়তা নেই।
কে আমাদের একশ বার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই,,
কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা আমরা মনে রাখি..!!
পৃথিবীতে বেচে থাকতে হলে প্রতি পদে পদে মায়াকে তুচ্ছ করতে হয়।

- হুমায়ূন আহমেদ
মানুষের শরীরের ভিতর এমন একটা মাংসপিন্ড আছে যা ভাল থাকলে মানুষ ভাল থাকে, আর সেই মাংসপিন্ডটি খারাপ থাকলে মানুষ ও খারাপ থাকে, আর সেই মাংস পিন্ডটি হচ্ছে,............মানুষের মন বা তার হৃদয়।
জীবন একটা গাছ।
আনন্দ আর বেদনা হল তার ডাল-পালা।
সুখ আর দুঃখ হল তার পাতা।
হাসি আর কান্না হল ঐ গাছের ফুল,
মানুষ হল ঐগাছের মূল...!!!
Pages: 1 2