Forums.Likebd.Com

Full Version: ব্যস্ত রাস্তার পাশে বসবাসকারীদের বুদ্ধির জড়তার হার বেশি
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
প্রধান সড়কগুলোর পাশে যারা বসবাস করেন তাদের মধ্যে বুদ্ধির জড়তার হার সর্বোচ্চ। ব্রিটিশ মেডিকেল জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে। কানাডার অন্টারিওতে বসবাসকারী ৬০ লাখ মানুষের ওপর গবেষণা চালিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়। এ গবেষণা ২০০১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত চালানো হয়। গবেষকরা বলছেন, বায়ু দূষণ বা শব্দ দূষণের কারণে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়। গবেষণায় বলা হয়েছে, ব্যস্ত সড়কের ৫০ মিটারের কাছাকাছি বসবাসকারীদের বুদ্ধির জড়তায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা সাত শতাংশ বেশি।

যারা প্রধান সড়কের ৫০ থেকে ১শ’ মিটার দূরে বাস করেন তাদের এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি স্বাভাবিকের চেয়ে চার শতাংশ বেশি। আর যারা প্রধান সড়কের ১শ’ থেকে ২শ’ মিটার দূরে বাস করেন তাদের বুদ্ধির জড়তায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা স্বাভাবিকের তুলনায় দুই শতাংশ বেশি।অন্যদিকে প্রধান সড়ক থেকে ২শ’ মিটারের বেশি দূরে বসবাসকারীদের বুদ্ধির জড়তায় আক্রন্ত হওয়ার ঝুঁকি খুবই কম।