Forums.Likebd.Com

Full Version: যে দেশের রাজধানী নেই!
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
অনলাইন ডেস্ক: পৃথিবীর সব দেশেরই একটি করে রাজধানী থাকে। যেখান থেকে দেশটির প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা হয়ে থাকে। কিন্তু একমাত্র এই দেশটিতে নেই কোন রাজধানী!

দেশটির নাম নাউরু। আরেক নাম প্লিজ্যান্ট আইল্যান্ড নামেই পরিচয়। চোখজুড়ানো নৈসর্গিক দৃশ্য। পৃথিবীর একমাত্র দেশ এটাই, যার কোন সরকারি রাজধানী নেই। আয়তনের বিচারে পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ। জনসংখ্যার বিচারে দ্বিতীয় ক্ষুদ্রতম।

নাউরুর রাষ্ট্রীয় নাম ‘নাউরু প্রজাতন্ত্র’। পাপুয়া নিউগিনির উত্তর-পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ নাউরু। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে দ্বীপটি জার্মানি দখল করে নেয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এটিকে দখল করে। ১৯৬৮ সালের ৩১ জানুয়ারি দেশটি জাপানের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। দেশটির জনসংখ্যা প্রায় ১৩ হাজার। আয়তন মাত্র ২১ বর্গকিলোমিটার। মুদ্রার নাম অস্ট্রেলীয় ডলার। এ দেশের বেশির ভাগ মানুষ খ্রিস্ট ধর্মাবলম্বী। শিক্ষার হার ৯৯ শতাংশ।