01-16-2017, 08:05 PM
কথা মানুন আর নাই মানুন, কথা শোনা অনেক বেশি জরুরি। বিশেষ করে, স্ত্রীর কথা। কারণ সংসার জীবনে সুখে থাকতে চাইলে এই অভ্যাসটা আপনার থাকতেই হবে। আর এর সুবিধাও আছে অনেক। জানতে চান সেগুলো কী কী? তাহলে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগের এই তালিকা একবার দেখে নিতে পারেন।
সুবিধা : ১
যদি আপনি জানতে চান আপনার স্ত্রী মনে মনে কী কী ভাবে, তাহলে চুপচাপ তার কথা শুনে যান। এই কথার মাঝেই আপনি বুঝতে পারবেন সে আসলে কী বলতে চায়, আর কী বলছে।
সুবিধা : ২
আপনাদের মধ্যে ঝগড়া অনেক কম হবে যদি স্ত্রীর কথা মন দিয়ে শোনেন। বেশির ভাগ দম্পতির ঝগড়ার মূল কারণ স্ত্রীর কথার পাত্তা না দেওয়া। তাই যদি ঝগড়া থেকে দূরে থাকতে চান তাহলে স্ত্রীর কথা মনোযোগ সহকারে শুনুন।
সুবিধা : ৩
স্ত্রীর কথা সব সময় শোনার মানে এই নয় যে, আপনি তার অনুগত স্বামী। আপনি তাকে অনেক ভালোবাসেন বলেই তার কথা শুনতে আপনার বিরক্ত লাগে না। আর আপনার এই ভালোবাসা যখন আপনার স্ত্রী উপলব্ধি করতে পারবে তখন তারও ভালোবাসা কয়েকগুণ বেড়ে যাবে।
সুবিধা : ৪
স্ত্রীর কথা শুনতে শুনতে আপনার ধৈর্যের পরিমাণ অনেকটা বেড়ে যাবে। তখন দেখবেন, অনেক বিষয়েই আপনি বেশ ধীরস্থির হয়ে উঠেছেন, ধৈর্যশীলতা বেড়েছে আপনার।
সুবিধা : ৫
মেয়েদেরকে বোকা ভাবা কিন্তু মোটেই ঠিক না। স্ত্রীর কথা মনোযোগ দিয়ে শুনুন। দেখবেন, কোনো একটা কথা আপনার ভীষণ কাজে লাগবে।
সুবিধা : ১
যদি আপনি জানতে চান আপনার স্ত্রী মনে মনে কী কী ভাবে, তাহলে চুপচাপ তার কথা শুনে যান। এই কথার মাঝেই আপনি বুঝতে পারবেন সে আসলে কী বলতে চায়, আর কী বলছে।
সুবিধা : ২
আপনাদের মধ্যে ঝগড়া অনেক কম হবে যদি স্ত্রীর কথা মন দিয়ে শোনেন। বেশির ভাগ দম্পতির ঝগড়ার মূল কারণ স্ত্রীর কথার পাত্তা না দেওয়া। তাই যদি ঝগড়া থেকে দূরে থাকতে চান তাহলে স্ত্রীর কথা মনোযোগ সহকারে শুনুন।
সুবিধা : ৩
স্ত্রীর কথা সব সময় শোনার মানে এই নয় যে, আপনি তার অনুগত স্বামী। আপনি তাকে অনেক ভালোবাসেন বলেই তার কথা শুনতে আপনার বিরক্ত লাগে না। আর আপনার এই ভালোবাসা যখন আপনার স্ত্রী উপলব্ধি করতে পারবে তখন তারও ভালোবাসা কয়েকগুণ বেড়ে যাবে।
সুবিধা : ৪
স্ত্রীর কথা শুনতে শুনতে আপনার ধৈর্যের পরিমাণ অনেকটা বেড়ে যাবে। তখন দেখবেন, অনেক বিষয়েই আপনি বেশ ধীরস্থির হয়ে উঠেছেন, ধৈর্যশীলতা বেড়েছে আপনার।
সুবিধা : ৫
মেয়েদেরকে বোকা ভাবা কিন্তু মোটেই ঠিক না। স্ত্রীর কথা মনোযোগ দিয়ে শুনুন। দেখবেন, কোনো একটা কথা আপনার ভীষণ কাজে লাগবে।