01-16-2017, 08:13 PM
ব্ল্যাকহেডস ত্বকের মসৃণতা নষ্ট করে এবং ত্বককে রুক্ষ করে ফেলে। তাই ত্বকের লাবণ্য ধরে রাখতে ব্ল্যাকহেডস দূর করা খুবই জরুরি। এ ক্ষেত্রে বেকিং সোডা ও টুথপেস্ট কার্যকর দুটি উপাদান। এ দুটি উপাদান কীভাবে ত্বকে ব্যবহার করবেন, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে হোম রিমেডিস ফর লাইফ ওয়েবসাইটে। একনজরে চোখ বুলিয়ে নিন।
প্রথম ধাপ
প্রথমে একটি বাটিতে গরম পানি নিন। এবার একটি তুলার বল এই গরম পানিতে ভিজিয়ে তুলাটি ব্ল্যাকহেডসের ওপর এক মিনিট চেপে ধরুন। সাধারণত নাকের ওপর ও থুতনিতে ব্ল্যাকহেডস বেশি হয়ে থাকে। এ দুই অংশেই গরম পানিতে ভেজানো তুলা চেপে ধরুন। এতে এই অংশের লোমকূপের মুখ সহজেই খুলে যাবে।
দ্বিতীয় ধাপ
আধা চা চামচ বেকিং সোডার সঙ্গে আধা চা চামচ টুথপেস্ট ও এক চা চামচ পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।
তৃতীয় ধাপ
এখন একটি টুথব্রাশে এই মিশ্রণ লাগিয়ে ব্ল্যাকহেডসের অংশগুলোতে ৩০ ধেকে ৬০ সেকেন্ড ঘষুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এই প্যাক ব্যবহারে ব্ল্যাকহেডস পুরোপুরি দূর হয়ে যাবে।
প্রথম ধাপ
প্রথমে একটি বাটিতে গরম পানি নিন। এবার একটি তুলার বল এই গরম পানিতে ভিজিয়ে তুলাটি ব্ল্যাকহেডসের ওপর এক মিনিট চেপে ধরুন। সাধারণত নাকের ওপর ও থুতনিতে ব্ল্যাকহেডস বেশি হয়ে থাকে। এ দুই অংশেই গরম পানিতে ভেজানো তুলা চেপে ধরুন। এতে এই অংশের লোমকূপের মুখ সহজেই খুলে যাবে।
দ্বিতীয় ধাপ
আধা চা চামচ বেকিং সোডার সঙ্গে আধা চা চামচ টুথপেস্ট ও এক চা চামচ পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।
তৃতীয় ধাপ
এখন একটি টুথব্রাশে এই মিশ্রণ লাগিয়ে ব্ল্যাকহেডসের অংশগুলোতে ৩০ ধেকে ৬০ সেকেন্ড ঘষুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এই প্যাক ব্যবহারে ব্ল্যাকহেডস পুরোপুরি দূর হয়ে যাবে।