01-16-2017, 11:17 PM
বিয়ের পর প্রথম বছরটা মনে হয় অনেক সুখেই কাটবে। শুধু দাওয়াত খাওয়া, উপহার পাওয়া, ঘুরতে যাওয়া—এভাবেই কেটে যাবে দিনগুলো। কিন্তু সমস্যাটা তৈরি হয় তখনই, যখন এই বিষয়গুলো বিয়ের কিছুদিন পরেই শেষ হয়ে যায়। অনেকেরই এমন মনে হয়, কেন যে বিয়েটা করলাম? আর এমন চিন্তা যে মেয়েদের একটু বেশিই হয়, তা তো জানেন সবাই! এমন সময় সচরাচর যে হতাশা বা চিন্তা মেয়েরা করে, সেগুলো নিয়েই অনুমান করেছে আইডিভা ওয়েবসাইট।
১. ইশ, কেন যে এই মানুষটাকে বিয়ে করলাম?
২. আমার টাকা তাকে কেন দিতে হবে? আমার টাকা শুধুই আমার টাকা।
৩. আমি যদি আবারও আগের মতো অবিবাহিত হয়ে যেতে পারতাম!
৪. আমার নিজের জন্য আলাদা বাথরুম লাগবে!
৫. সেলফিতে সে কেন হাসে না? ছবি দেখে সবাই ভাববে আমরা কত অসুখী!
৬. আমার এখনই, এই মুহূর্তে ডিভোর্স লাগবে।
৭. আমি যেন আগামী সপ্তাহে অসুস্থ হয়ে যাই, যাতে পারিবারিক মিটিংয়ে আমাকে যেতে না হয়।
৮. আমার সাবেক প্রেমিককে বিয়ে করলে এমনটা হতো না। কেন যে এই ভুলটা করলাম?
৯. বিয়ের আগেই ভালো ছিলাম, এত সকালে ঘুম থেকে উঠতে হতো না।
১০. কবে সে তার বন্ধুদের পিছু ছাড়বে?
১. ইশ, কেন যে এই মানুষটাকে বিয়ে করলাম?
২. আমার টাকা তাকে কেন দিতে হবে? আমার টাকা শুধুই আমার টাকা।
৩. আমি যদি আবারও আগের মতো অবিবাহিত হয়ে যেতে পারতাম!
৪. আমার নিজের জন্য আলাদা বাথরুম লাগবে!
৫. সেলফিতে সে কেন হাসে না? ছবি দেখে সবাই ভাববে আমরা কত অসুখী!
৬. আমার এখনই, এই মুহূর্তে ডিভোর্স লাগবে।
৭. আমি যেন আগামী সপ্তাহে অসুস্থ হয়ে যাই, যাতে পারিবারিক মিটিংয়ে আমাকে যেতে না হয়।
৮. আমার সাবেক প্রেমিককে বিয়ে করলে এমনটা হতো না। কেন যে এই ভুলটা করলাম?
৯. বিয়ের আগেই ভালো ছিলাম, এত সকালে ঘুম থেকে উঠতে হতো না।
১০. কবে সে তার বন্ধুদের পিছু ছাড়বে?