01-16-2017, 11:21 PM
সময়স্বল্পতার কারণে অনেকেই রূপচর্চা বিষয়টিকে ঝামেলা মনে করেন। কর্মজীবী নারীদের বাইরের কাজ সেরে ঘরের কাজ করতে হয়। এত কিছুর মাঝে নিজের ত্বকের আলাদা যত্ন নেওয়া হয়ে ওঠে না। কিন্তু জানেন কি, ত্বকে তাৎক্ষণিক লাবণ্য পেতে আপনার চাই মাত্র ১৫ মিনিট? ডিম, মধু এবং বাদামের তেল ব্যবহার করে তৈরি করে নিতে পারেন এমনই একটি ফেস প্যাক। এর পরামর্শ দিয়েছে অনলাইন বিউটি সাইট ‘সৌদি বিউটি ব্লগ’। চলুন জেনে নিই কীভাবে তৈরি ও ব্যবহার করবেন প্যাকটি।
যা যা লাগবে
মধু এক টেবিল চামচ, আমন্ড অয়েল বা কাঠবাদামের তেল আধা চা চামচ ও ডিমের সাদা অংশ একটি।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে হেয়ার ব্যান্ড দিয়ে সব চুল পেছনে বেঁধে নিন। একটি পাত্রে পরিমাণমতো সব উপাদান ব্যবহার করে পেস্টটি তৈরি করে নিন। এবার পেস্টটি মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে তোয়ালে দিয়ে আলতোভাবে মুছে ফেলুন। এই মাস্কটি আপনার মুখে এনে দেবে তাৎক্ষণিক উজ্জ্বলতা ও লাবণ্য।
যা যা লাগবে
মধু এক টেবিল চামচ, আমন্ড অয়েল বা কাঠবাদামের তেল আধা চা চামচ ও ডিমের সাদা অংশ একটি।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে হেয়ার ব্যান্ড দিয়ে সব চুল পেছনে বেঁধে নিন। একটি পাত্রে পরিমাণমতো সব উপাদান ব্যবহার করে পেস্টটি তৈরি করে নিন। এবার পেস্টটি মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে তোয়ালে দিয়ে আলতোভাবে মুছে ফেলুন। এই মাস্কটি আপনার মুখে এনে দেবে তাৎক্ষণিক উজ্জ্বলতা ও লাবণ্য।