Forums.Likebd.Com

Full Version: স্বপ্নে ভয় পেলে পড়ার দোয়া
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
মানুষ কর্ম ব্যস্ত জীবনে ক্লান্ত শরীরে বিশ্রামে যায়।
ঘুমের ঘোরে দিনের ব্যস্ত সময়ের ভালো-মন্দ
বিষয়গুলোর একটা প্রভাব তার মাঝে রয়ে যায়। আবার আল্লাহ
তাআলা মানুষকে সতর্কতামূলক অনেক বিষয় স্বপ্নের
মাধ্যমে অবহিত করে থাকেন। এ স্বপ্নের মাঝে থাকে
ভালো ও মন্দের অনেক ইঙ্গিত।
ঘুমের মধ্যে মন্দ বা বিপদাপদের স্বপ্ন দেখে মানুষ
অনেক সময় অস্থির হয়ে যায়। আবার কেউ কেউ চিৎকার
দিয়ে ঘুম থেকে জেড়ে ওঠে। এ প্রসঙ্গে বিশ্বনবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বপ্নের অনিষ্ট থেকে
বেঁচে থাকতে আল্লাহর নিকট দোয়া করার নির্দেশ
দিয়েছেন। হাদিসে এসেছে-
হজরত আমর ইবনে শোয়াইব রাদিয়াল্লাহু আনহু তাঁর পিতার
মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে
কেউ ঘুমের মধ্যে ভয় পায়, তখন যেন সে বলে-
উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাজ্বাবিহি ওয়া ইক্বাবিহি
ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াত্বিনি ওয়া আঁই ইয়াহদুরুন। (আবু
দাউদ, তিরিমজি, মিশকাত)
অর্থ : আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ বাক্য সমূহের
মাধ্যমে তাঁর ক্রোধ ও শাস্তি হতে, তাঁর বান্দাদের অপকারিতা
হতে, শয়তানের কুমন্ত্রণা হতে এবং তাদের উপস্থিতি হতে।
সুতরাং ভয়ংকর স্বপ্ন দেখলে উক্ত দোয়া পড়া এবং স্বপ্নের
অনিষ্ট হতে রক্ষা পেতে আল্লাহ তাআলা নিকট প্রার্থনা করা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঘুমে মধ্যে ভয় পেলে
এ দোয়ার মাধ্যমে সাহায্য লাভের তাওফিক দান করুন। আমিন।