Forums.Likebd.Com

Full Version: [লাইফ স্টাইল] সঙ্গী হিসেবে আপনি কি সন্দেহপ্রবণ?
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
মানুষ হিসেবে আমাদের মধ্যে অনেক ধরণের চারিত্রিক
বৈশিষ্ট্যই থাকে। তার মধ্যে একটি হল সন্দেহ। আমাদের
মধ্যে এমন অনেক মানুষই আছেন যাদের মন খুব
সন্দেহপ্রবণ হয়ে থাকে। কিন্তু এই সন্দেহ করাটা হতে
পারে যে কোন ক্ষেত্রেই, কারণ সন্দেহ করার কোন
নির্দিষ্ট ব্যক্তি বা বিষয় নেই। তবে বিশেষ করে দাম্পত্য বা
প্রেমের সম্পর্কেই দেখা দেয় সন্দেহ সমস্যা। তাই
আপনি নিজে একজন সন্দেহপ্রবণ ব্যক্তি কিনা তা নিজেই যাচাই
করে দেখুন।
১। সঙ্গী বাইরে থেকে আসতে দেরি হলে আপনি
ধরেই নেন…
ক) কাজের ঝামেলায় জড়িয়ে পরেছেন
খ) আপনার অগোচরে অন্য কারো সাথে ছিলেন
গ) বন্ধুবান্ধবের সাথে সময় কাটাচ্ছিলেন
২।কোনও ফোন আসলে সঙ্গী যখন দূরে গিয়ে কথা
বলেন, আপনি তখন…
ক) ছট ফট করতে থাকেন কথা শোনার জন্য
খ) নিজের মতো নিজে কাজ করেন
গ) অপেক্ষা করেন সঙ্গী এসে বলবে ফোনটা কে
করেছিল
৩। সঙ্গীর সাথে কোন পার্টিতে গেলে আপনি…
ক) নিজের মতো করে পার্টি এনজয় করেন
খ) সঙ্গীর কাছাকাছি থাকলেও অন্য সবার সাথে খুশি মনে
সময় কাটান
গ) সারাক্ষন সঙ্গীর ওপর নজর রাখেন তার সাথে সাথে
থাকেন
৪। আপনার সামনে সঙ্গী অন্য কোন কারো প্রশংসা
করলে আপনি…
ক) একটু খেপে গেলেও তা নিয়ে খুব মাথা ঘামান না
খ) ভেবে নেন সঙ্গী যার প্রশংসা করেছেন তার প্রতি
আসক্ত
গ) সে প্রশংসা, সহজভাবেই হাসি মুখে মেনে নেন
৫। সঙ্গীর পোশাকে চুল, লিপস্টিকের দাগ কিংবা মেয়েলি
পারফিউমের গন্ধ পেলে আপনি……
ক) তা নিয়ে সঙ্গীর পেছনে লাগেন মজা করে
খ) পথেঘাটে এমন হতেই পারে তা ভেবে ভুলে যান
গ) এই বিষয় নিয়ে অশান্তি শুরু করে দেন
৬। সঙ্গীর অনুপস্থিতিতে সঙ্গীর ব্যক্তিগত টেবিল,
শেলফ বা ড্রয়ার সাফ করার সময় আপনি
ক) হেন্য হয়ে খোঁজ করেন কোথাও কোন লুকানো
কিছু আছে কিনা
খ) চিঠি বা ছবি এই ধরণের কিছু পেলে চোখ বোলান
কৌতূহলবশে
গ) শুধু পরিচ্ছন্ন রাখার কাজটিই করেন, অন্য কথা মনে আনেন
না
আপানার ৬ টি প্রশ্নের উত্তরের পাশের নাম্বারগুলো
মিলিয়ে যোগ করে নিন
১। (ক-৫) (খ-১৫) (গ-১০)
২। ( ক-১৫) (খ-৫) (গ-১০)
৩। (ক-৫) (খ-১০) (গ-১৫)
৪। (ক-১০) (খ-১৫) (গ-৫)
৫। (ক-১০) (খ-৫) (গ-১৫)
৬। (ক-১৫) (খ-১০) (গ-৫)
মিলিয়ে নিন
৩০-৫০
আপনার মানসিকতা একেবারেই স্বাভাবিক। সন্দেহবিষ আপনার
মনের খোলা আয়নাকে ঘোলাটে করে নি এখনও। তাই
আপনার সাথে সঙ্গীর সম্পর্ক সহজ ও স্বাভাবিক।
৫১-৭০
আপনার মনে এখনো সন্দেহ রোগটি বীজ বপন করে
নি। তবে আপনি সঙ্গীর ওপর তেমন কোন আস্থাও
রাখতে পারেন না। খেয়াল রাখবেন আপনার কৌতূহল বাড়াবাড়ি
পর্যায়ে যেন না যায়।
৭১-৯০
আপনার মনকে যে রোগ আক্রমন করেছে তা খুবই
মারাত্মক। সন্দেহ রোগ শুধু আপনার মনকেই নয়, আপনার
শরীর এমনকি সম্পর্ককেও নষ্ট করে ছাড়বে। তাই এখন
থেকে সাবধান হতে হবে। মনে রাখবেন প্রিয় মানুষকে
যদি কাছে রাখতে চান তাহলে, বিশ্বাস দিয়েই তা সম্ভব,
সন্দেহ দিয়ে নয়।