The following warnings occurred:
Warning [2] Undefined variable $settings - Line: 49 - File: inc/plugins/avatarep.php PHP 8.0.30 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/inc/plugins/avatarep.php 49 errorHandler->error_callback
/inc/class_plugins.php 38 require_once
/inc/init.php 235 pluginSystem->load
/global.php 20 require_once
/portal.php 39 require_once
Warning [2] Trying to access array offset on value of type null - Line: 49 - File: inc/plugins/avatarep.php PHP 8.0.30 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/inc/plugins/avatarep.php 49 errorHandler->error_callback
/inc/class_plugins.php 38 require_once
/inc/init.php 235 pluginSystem->load
/global.php 20 require_once
/portal.php 39 require_once
Warning [2] Undefined array key "action" - Line: 1545 - File: inc/plugins/avatarep.php PHP 8.0.30 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/inc/plugins/avatarep.php 1545 errorHandler->error_callback
/inc/class_plugins.php 142 avatarep_popup
/global.php 100 pluginSystem->run_hooks
/portal.php 39 require_once
Warning [2] Undefined variable $captcha - Line: 15 - File: global.php(587) : eval()'d code PHP 8.0.30 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/global.php(587) : eval()'d code 15 errorHandler->error_callback
/global.php 587 eval
/portal.php 39 require_once
Warning [2] Undefined variable $redirect_url - Line: 21 - File: global.php(587) : eval()'d code PHP 8.0.30 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/global.php(587) : eval()'d code 21 errorHandler->error_callback
/global.php 587 eval
/portal.php 39 require_once



Hasan 01-24-2017, 11:07 AM
আন্তর্জাতিক ডেস্ক: অভিষেকের পর হোয়াইট হাউজে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সিয়ান স্পাইসারের সমালোচনার মধ্য দিয়ে প্রথম সপ্তাহর সমাপ্তি প্রেসিডেন্ট ট্রাম্পের। নতুন প্রশাসনের কিছু নীতি পরিবর্তন করতে যাচ্ছেন যা এবার দীর্ঘসময় পর্যন্ত বহাল থাকবে।

ট্রাম্প প্রসাসনের প্রথম ৪৮ ঘন্টার কিছু কর্মসূচি নিচে দেয়া হলো:

১. যুক্তরাষ্ট্রের চলমান কর্মসমূহের দায়িত্ব গ্রহণ।

২. বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য বিমা যা ‘ওবামা কেয়ার’ নামে পরিচিত। ওই আইনের বাতিলের নির্বাহী আদেশ।

৩. মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত এবং পারমাণবিক কোড গ্রহণ।

৪. কানসাস অঙ্গরাজ্যের রিপাবলিকান প্রতিনিধি মাইক পম্পিওকে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ।

৫. ইরাক থেকে তেল গ্রহণ না করায় মার্কিন গোয়েন্দা বাহিনীর প্রতি অনুশোচনা প্রকাশ করেন ও ভবিষ্যতে তেল গ্রহণ করার সুযোগ আছে কিনা এই বিষয়ে প্রশ্ন রাখেন।

৬. পূর্বের সরকারের হোম লোন গ্রহণের বার্ষিক বন্ধকী স্থগিত।

৭. নতুন প্রশাসনকে সময় পর্যলোচনা করতে নিয়ম-কানুন ও প্রথা মেনে চলার নির্দেশ জারি।

৮. ট্রাম্পের জামাতা জেরোড কুশনারের হোয়াইট হাউজে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য জাস্টিস ডিপার্টমেন্ট থেকে আইনগত অধিকার নিশ্চিতকরণ।

৯.মেক্সিকোর প্রধামন্ত্রীর সঙ্গে কথোপকথন। জানুয়ারির শেষ নাগাদ দেখা করার আহবান।

১০. কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে যোগাযোগ। দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্কে আলোচনা।

১১. নাফটা নিয়ে মেক্সিকো ও কানাডার প্রতিনিধিদের সঙ্গে সভা ও সমঝোতা করার ঘোষণা।

১২. ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে আগামী শুক্রবার প্রথম বিদেশি সভা করার ঘোষণা।

১৩. টেক্সাসের ভোটারদের সরকারের প্রতি আইনি আবেদনের ক্ষেত্রে যাতে কোনো বিলম্ব না হয় সেক্ষেত্রে জাস্টিস ডিপার্টমেন্ট সিভিল অধিকার সংস্থাকে হুঁশিয়ারি।

১৪. আগামী সপ্তায় আরো নির্বাহী আদেশ জারির প্রস্তুতি।

১৫. ন্যাশনাল পার্ক কর্র্তৃপক্ষকে শপথের দিন সম্পর্কে টুইট না করার কথার নির্দেশ। (কারণ ন্যাশনাল পার্কের ছবিতে ২০০৯ সালে ওবামার শপথের ছবি দেখানো হচ্ছিল যা ট্রাম্পের চেয়ে অধিক জনাকীর্ণ)।

১৬. ইসরায়েলে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরে আলোচনা শুরু।
Hasan 01-24-2017, 11:07 AM
আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেইস বুক। আর ফেইস বুকের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি আগামী ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হবেন।

কারণ ২০১৯ সালে তার বয়স ৩৫ হবে। আর ২০১৭ সালে ৫০টি অঙ্গরাজ্য পরিদর্শন করার ঘোষণা দিয়েছিলেন জাকারবার্গ। তার এই পরিদর্শনের ঘোষণা থেকেই ধারণা করা হচ্ছে তিনি পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হবেন।

নিজের কোম্পানি ফেইস বুক রেখেই তিনি নির্বাচনে অংশ গ্রহণ করবেন। নিজের কোম্পানিসহ তিনি সরকারি পদে থাকতে চান। জাকারবার্গের এমন ইচ্ছার কথা জানিয়ে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি পত্রিকা।

টেক্সাসভিত্তিক রিপাবলিকান ডিজিটাল ক্যাম্পেইন স্ট্রেটেজিস্ট ভিনসেন্ট হ্যারিস বলেন, আমরা আমেরিকায় রাজনীতি ও বিনোদনের মিশ্রন দেখতে পাচ্ছি। এক্ষেত্রে জাকারবার্গ প্রেসিডেন্টে হওয়ার খবর অস্বাভাবিক কিছু না।

জাকারবার্গের বর্তমান বয়স ৩২। আগামী ২০২০ সালে তার বয়স হবে ৩৬। যা জন এফ কেনেডির চেয়ে মাত্র ৭ বছর ছোট। ৪৩ বছরের আগে আর কেউ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারেনি।
Hasan 01-24-2017, 11:06 AM
আন্তর্জাতিক ডেস্ক:গাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট ইহাইয়া জামেহ দেশ ত্যাগের পর দেশটির সরকারি কোষাগার থেকে ১১০ লাখ মার্কিন ডলার বা তার থেকেও বেশি পরিমাণের অর্থ হাওয়া হয়ে গেছে। গাম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আদামা বারোর একজন উপদেষ্টা এ কথা জানিয়েছেন।

মাই আহমাদ ফাত্তে জানান, অর্থনৈতিক বিশেষজ্ঞরা হারিয়ে যাওয়ার অর্থের পরিমাণ নির্ধারণে এখনো কাজ করছে। গাম্বিয়ার প্রেসিডেন্ট জামেহ ২২ বছর ক্ষমতায় থাকার পর রবিবার দেশ ত্যাগের আগে একটি কার্গো প্লেনে করে তার বিলাসবহুল গাড়িগুলো নিয়ে যায়।

ডিসেম্বর মাসে নির্বাচনে হেরে যাওয়ার পর সেই ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন জামেহ। পরবর্তীতে আফ্রিকান নেতাদের চাপের মুখে তিনি স্বেচ্ছা নির্বাসন বেছে নেন। এ সময় তিনি বলেন, এক বিন্দু রক্ত ঝরানো ছাড়াই ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করবেন তিনি।

এদিকে প্রেসিডেন্ট বারো কবে সেনেগাল থেকে গাম্বিয়া আসবেন তা নিশ্চিত করে জানা যায়নি। পশ্চিম আফ্রিকার সৈন্যরা গাম্বিয়ার রাজধানীতে প্রবেশের পর বারোর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে। যে কোন সময় তিনি দেশে ফেরত আসবেন বলে জানা গেছে।
Hasan 01-24-2017, 11:05 AM
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র কুরআনের হাফেজের সংখ্যার দিক থেকে বিশ্বের প্রথম স্থানে রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি গ্রাম। মুহাম্মাদাবাদ নামের এই গ্রামে রয়েছে ৬৩ জন হাফেজ। বর্তমানে গ্রামটির নাম কুরআনাবাদ।

১২০০ অধিবাসীর এই গ্রামটির অবস্থান ইরানের শিরাজ শহর থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। এস্তেহব’ন জেলার দেহেস্ত'ন অঞ্চলের এই গ্রামের বেশিরভাগ মানুষই আগে পবিত্র কুরআন সাধারণভাবে ও সাবলীলভাবে পড়তে পারতেন না।

দেহেস্ত'নের একদল আলেম ১৯৯৬ সালে এখানে গড়ে তোলেন ‘বাইতুল আহজানে হযরত জাহরা’(সালামুল্লাহি আলাইহা) নামের পবিত্র কুরআন শিক্ষা বিষয়ক একটি বেসরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। প্রথম দিকে এখানে কেবলই পবিত্র কুরআন তিলাওয়াতের ক্লাস করানো হত। অর্থাৎ ক্লাসে শেখানো হত কিভাবে কুরআনের আয়াত দেখে দেখে পড়া যায় এবং কিভাবে তিলাওয়াতকে সাবলীল করা যায়। পুরো এস্তেহব’ন জেলায় পবিত্র কুরআনের একজন হাফেজও ছিল না।

এই প্রতিষ্ঠানে ২০০১ সালে চালু করা হয় পবিত্র কুরআন মুখস্থ করা তথা হেফজের ক্লাস। আর কেবল এক বছরের মধ্যেই এই প্রতিষ্ঠানের ক্লাস উপহার দেয় পুরো কুরআনের সাত জন হাফেজ। আর ২০০১ সাল থেকে এ পর্যন্ত এই মহতী প্রতিষ্ঠান উপহার দিয়েছে পবিত্র কুরআনের ২০০ জন হাফেজ যাদের মধ্যে ৬৩ জন হলেন মুহাম্মাদাবাদ গ্রামের। বর্তমানে সারা ইরানে বেসরকারি এই প্রতিষ্ঠানের রয়েছে ১৬৫টি শাখা এবং এইসব প্রতিষ্ঠান উপহার দিয়েছে পবিত্র কুরআনের প্রায় ১৫০০ জন হাফেজ।

ইন্দোনেশিয়া ও আফগানিস্তানের ছাত্রসহ অনেক বিদেশী শিক্ষার্থী বেসরকারি এই প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন কুরআনের হাফেজ হওয়ার জন্য।

একই গ্রামের সাহিবুজ্জামান(আ) নামক হুসাইনিয়াও কুরআন শিক্ষার্থীদের সহায়তা দিচ্ছে। বর্তমানে প্রতি বছর এই প্রতিষ্ঠানে প্রায় তিন লক্ষ বার কুরআন খতম (পুরো কুরআন তিলাওয়াত) করা হয়। এই গ্রামে কুরআন শিক্ষা বিষয়ক কার্যক্রমের জন্য সেখানকার অধিবাসীদের অনেকেই জমি, ফলের বাগান ও ভবন ওয়াকফ করেছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইসলামী এই রাষ্ট্রে পবিত্র কুরআনের অন্তত দশ হাজার নতুন হাফেজ গড়ে তোলা উচিত বলে কয়েক বছর আগে মন্তব্য করেছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে ইরানে কুরআন শিক্ষা ও চর্চা বিষয়ক নানা সরকারি এবং বেসরকারি কার্যক্রম জোরদার হয়েছে।

ইরানে পবিত্র কুরআনের হাফেজ ও পেশাদার ক্বারীকে মাস্টার্স ডিগ্রি সমমানের সনদ দেয়া হয়।-রেডিও তেহরান
Hasan 01-24-2017, 11:05 AM
আন্তর্জাতিক ডেস্ক: রাজধানী কুয়ালালামপুর থেকে গত বৃহস্পতিবার তাদের আটক করা হয় বলে দেশটির সংবাদপত্র নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে। এই দুই বাংলাদেশির নাম প্রকাশ করেনি পুলিশ। তাদের দুজনেরই বয়স ২৭-২৮ বছর। তারা বিক্রয়কর্মী হিসেবে কাজ করছিলেন। গ্রেপ্তার অন‌্য দুজনের একজন ফিলিপিন্সের নাগরিক; অন‌্যজন মালয়েশিয়ারই এক নারী। তাদের গত ১৩ জানুয়ারি পূর্বাঞ্চলীয় সাবাহ প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়। ফিলিপিন্সের ওই নাগরিক আইএসের হয়ে জঙ্গি সংগ্রহের কাজ করছিলেন বলে জানান মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর। ওই চারজনকে গ্রেপ্তারের তথ‌্য জানিয়ে তিনি সোমবার এক বিবৃতিতে বলেন,

“ফিলিপিন্সের ওই ব‌্যক্তি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গাদের মধ‌্য থেকে আইএসে জঙ্গি ভেড়াতে সাবাহ প্রদেশকে ট্রানজিট পয়েন্ট বানানোর পরিকল্পনা করছিলেন।” বাংলাদেশি ওই দুই বিক্রয়কর্মী ওই ফিলিপিনোর প্ররোচনায় পড়ে আইএসে ভিড়তে উৎসাহী হন বলে মালয়েশীয় পুলিশ কর্মকর্তাদের ধারণা। ওই ফিলিপিনো ঘড়ি বিক্রি করতেন।

বাংলাদেশে আইএস সমর্থকদের সঙ্গে গ্রেপ্তার দুই বাংলাদেশির যোগাযোগ ছিল বলে সন্দেহ করছেন মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ। গ্রেপ্তার ব‌্যক্তিদের এই ছবি দিয়েছে মালয়েশিয়া পুলিশ গ্রেপ্তার ব‌্যক্তিদের এই ছবি দিয়েছে মালয়েশিয়া পুলিশ গ্রেপ্তার ব‌্যক্তিদের এই ছবি দিয়েছে মালয়েশিয়া পুলিশ গ্রেপ্তার ব‌্যক্তিদের এই ছবি দিয়েছে মালয়েশিয়া পুলিশ বাংলাদেশে আইএসের কোনো সাংগঠনিক তৎপরতার কথা সরকারের পক্ষ থেকে নাকচ করা হচ্ছে। তবে দেশীয় জঙ্গি গোষ্ঠীর কোনো কোনোটি মধ‌্যপ্রাচ‌্যভিত্তিক দলটির সমর্থক বলে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন। ঢাকায় গত বছর ঝড়তোলা গুলশান হামলায় জড়িত একজন নিবরাজ ইসলাম মালয়েশিয়ায় পড়তেন এক সময়। এছাড়া মালয়েশিয়ায় গিয়ে বাংলাদেশিদের জঙ্গি কার্যক্রমে প্ররোচিত হওয়ার ঘটনাও প্রকাশ হয়েছে এর আগে।

মালয়েশিয়ার যে নারী গ্রেপ্তার হয়েছেন, তিনি ফিলিপিন্সের ওই নাগরিককে বিয়ের পরিকল্পনা করেছিলেন বলে কর্মকর্তারা জানান। তারা বলেন, ফিলিপিন্সে মালয়েশিয়ার সাবেক বিশ্ববিদ‌্যালয় শিক্ষক ড. মাহমুদ আহমদের নেতৃত্বে আইএসের একটি সেল সক্রিয়। গ্রেপ্তার ফিলিপিনো ওই মাহমুদ আহমদের হয়ে কাজ করতেন। তার দায়িত্ব ছিল ফিলিপিন্সের মিন্দানাওয়ে জঙ্গি পাঠানো। আইএসের ফিলিপিনো ওই সেলটি সম্প্রতি সেদেশের মুসলিম বিদ্রোহী দল আবু সাহাফের সঙ্গে একীভূত হয়েছে বলে নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়। গত বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সন্ত্রাসী হামলার পর মালয়েশিয়া পুলিশ জঙ্গিদের ধরতে নজরদারি চালাতে থাকে। তার ধারাবাহিকতায় এই চারজন ধরা পড়লেন। আইএস সম্পৃক্ততার সন্দেহে ২০১৩ থেকে এই পর্যন্ত আড়াইশর বেশি ব‌্যক্তি গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম প্রধান এই দেশটিতে।
Hasan 01-24-2017, 11:04 AM
আন্তর্জাতিক ডেস্ক: ফেসবুক লাইভে রোমহর্ষক ঘটনা ঘটেছে সুইডেনের আপসালা শহরে। সেখানে ফেসবুক লাইভেই এক নারীকে গণধর্ষণ করে তিন যুবক।

প্রতিদিনের মতোই ফেসবুকে বিভিন্ন নোটিফিকেশন দেখছিলেন সবাই। এক যুবকের ফেসবুক লাইভের সম্প্রচার দেখে চোখ কপালে ওঠার জোগাড়।

লাইভ ভিডিওতে দেখা যায়, ২১ থেকে ২৫ বছর বয়সী তিন যুবক মোবাইলের ক্যামেরার সামনে উদ্দাম নাচানাচি করছে। হঠাৎ দেখা গেল এক নারীকে টেনে-হিঁচড়ে, মুখ চেপে একটি ফ্ল্যাটের মধ্যে নিয়ে যায় তারা।

যুবকদের একজন বলে ওঠল, 'এখন তোমাকে ধর্ষণ করা হবে।' কথাটা বলতে না বলতেই ওই নারীর জামাকাপড় টেনে ছিঁড়ে দেয় তিন যুবক। হঠাৎ বন্ধ হয়ে যায় ভিডিও সম্প্রচার।

অবশ্য ধারণা করা হচ্ছিল, ওই চারজন মিলে দুষ্টমি করছে, উদ্দেশ্য অন্যদের বোকা বানানো। কিন্তু না! মিনিট কয়েক পরই ভুল ভাঙল। ফের শুরু হল লাইভ ভিডিও। তিন যুবক ঝাঁপিয়ে পড়ল ওই নারীর ওপর। চলল চরম নির্যাতন। ফেসবুক লাইভেই তাকে গণধর্ষণ করল তিন যুবক।

পুলিশ জানিয়েছে, রোববার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। ভিডিওটি ফেসবুক সম্প্রচারের পর পরই ওই তিন দুর্বৃত্তকে আটক করা হয়।

তারা জানায়, ফেসবুকের একটি ক্লোজড গ্রুপে গণধর্ষণের লাইভ ভিডিওটি সম্প্রচারিত হয়। লাইভ ভিডিওটি দেখার পরেই ওই গ্রুপের এক সদস্য থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

পুলিশের ধারণা, ওই তিন যুবক মানসিক বিকারগ্রস্ত। নয়তো এ ধরনের ঘটনা কেউ ঘটাতে পারে!
Hasan 01-24-2017, 10:59 AM
ঢাকা: এবার বাংলা একাডেমি সাহিত‌্য পুরস্কার পেয়েছেন কবি আবু হাসান শাহরিয়ার ও গল্পকার শাহাদুজ্জামানসহ সাতজন। সোমবার একাডেমিতে এক সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

এবছর কবিতায় মনোনীত হয়েছেন আবু হাসান শাহরিয়ার, কথাসাহিত্যে: শাহাদুজ্জামান, প্রবন্ধ ও গবেষণায়: মোরশেদ শফিউল হাসান, শিশুসাহিত্যে: রাশেদ রউফ, মুক্তিযুদ্ধ সাহিত্য: ড. এম এ হাসান, আত্মজীবনী ও স্মৃতিকথায়: নূরজাহান বোস এবং অনুবাদে: নিয়াজ জামান।

প্রতিটি বিভাগে পুরস্কারের মূল্যমান এক লাখ টাকা। অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক প্রদান করবেন।

বাংলা একাডেমি ১৯৬০ সাল থেকে বাংলাদেশে বাংলা সাহিত্যের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার পুরস্কার দিয়ে আসছে।
Hasan 01-24-2017, 10:59 AM
আন্তর্জাতিক ডেস্ক: সংবিধান লংঘন করে ব্যবসায়িক কাজে বিদেশি সরকারের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগে যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করবেন হোয়াইট হাউজের সাবেক কয়েকজন এটর্নিসহ সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের কাউন্সেলরদের একটি দল।

রোববার দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, স্থানীয় সময় সোমবার সকালে নিউ ইয়র্কের ম্যানহাটন ফেডারেল কোর্টে এ মামলা করার কথা রয়েছে।

‘সিটিজেনস ফর রেসপনসিবিলিটি এন্ড এথিকস ইন ওয়াশিংটন’ শীর্ষক এ দলটির অভিযোগ, সংবিধানের ধারা অনুযায়ী ট্রাম্প তার ব্যবসার কাজে বিদেশি অর্থ নিতে পারেন না। এটি সংবিধান পরিপন্থি।

যে কারণে, আদালতের কাছে এ ধরনের অর্থ গ্রহণ না করতে ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা আরোপের আদেশ চাওয়া হবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সংবিধানের একটি ধারা অনুযায়ী, সরকারি পদে থাকা কোনও ব্যক্তি কংগ্রেসের অনুমতি ছাড়া বিদেশি কোনও রাষ্ট্র বা শীর্ষ নেতাদের কাছ থেকে কোনও ধরনের অর্থ বা উপঢৌকন নিতে পারবে না।

ট্রাম্প এ ধারা ভঙ্গ করে তার মালিকানাধীন ভবন, হোটেল ভাড়াসহ বিদেশি সরকার ও অতিথিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন।

আইনজীবীরা বলেছেন, ট্রাম্পের উচিত বিদেশের সঙ্গে তার সব ব্যবসায়িক লেনদেন বন্ধ করা।

এক বিবৃতিতে তারা জানায়, ট্রাম্প চীন, ভারত, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের মত দেশগুলোর সঙ্গে ব্যবসা করেন।

ব্যবসার উন্নয়নে ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসাবে ওইসব দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসবেন তখন যুক্তরাষ্ট্রর জনগণ কোনও ভাবেই জানতে পারবে না যে ব্যবসায়ী ট্রাম্প হিসাবে তিনি ব্যক্তিগত আয়ের বিসয়টিও একইসঙ্গে ভাবছেন কিনা।
Hasan 01-24-2017, 10:58 AM
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় হতে পারে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর। এমন একটি সম্ভাবনা উঁকি দিচ্ছে। গুগল ম্যাপে দেখে কুমিল্লার দু’টি স্থান পরিদর্শনও করেছে জাপানী জরিপ দল।

জাপানী ঐ জরিপ দলের নজরে যে দু’টি স্থান রয়েছে সে দু’টি স্থানের মধ্যে আছে কুমিল্লার দেবীদ্বারের এলাহাবাদ ইউনিয়নের নবীয়াবাদ ও বরুড়ার একটি এলাকা। সম্প্রতি জরিপ দলটি কুমিল্লার ঐ দু’টি স্থান পরিদর্শন করে গেছেন।

স্থানীয় সূত্র জানায়, জাপানী জরিপ দলের তিন সদস্য ও বাংলাদেশী ২ জন প্রকৌশলী সম্প্রতি কুমিল্লায় আসেন। তারা গুগল ম্যাপ দেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের নবীয়াবাদ এলাকা এবং বরুড়ার একটি এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা ঐ স্থানের ছবি ও ভিডিও ধারণ করেন। আধাঘন্টা ব্যাপী ঐ পরিদর্শনের সময় তারা স্থানীয় বাড়িঘর. মাঠ ও সড়ক পর্যবেক্ষণ করেন।

জরিপকারীরা পরিদর্শনের সময় জানান, বিমান বন্দরের জন্য দৈর্ঘ্যে ১৪ কিলোমিটার ও প্রস্থে অন্তত ৬ থেকে ৮ কিলোমিটার জায়গা প্রয়োজন। এই বিশাল জায়গায় পাওয়া যায় কিনা জরিপ দল তা খতিয়ে দেখছে। জরিপ দল সম্পর্কে বিস্তারিত জানা যায় নি।

জরিপ দলকে নিরাপত্তা প্রদান কারী কুমিল্লার দেবীদ্বার থানার অফিসার তদন্ত মোর্শেদ পারভেজ তালুকদার জানান, জরিপ দল প্রথমে আমাদের বলেছিল সুলতানপুর ইউনিয়নে। আমরা সেখানে গিয়ে তাদের জন্য অপেক্ষা করছিলাম।

কিন্তু পরে জানালো এলাহাবাদের নবীয়াবাদ এলাকা। সেখানে তাদের নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে জাপানী ৩ জন ও বাংলাদেশী ২ জন প্রকৌশলী ছিলেন। তারা ভিডিও করেছে এবং এলাকার ছবি তুলে নিয়ে গেছে। দেবীদ্বার ছাড়াও তারা বরুড়ার একটি এলাকা পরিদর্শন করেছে।

জানা গেছে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর তৈরির জন্য প্রাথমিক সমীক্ষার কাজ শুরু হয়েছে। ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করার জন্য প্রাথমিকভাবে টাঙ্গাইল ও ময়মনসিংহ এলাকায় তিনটি স্থান নির্বাচন করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী আগামী ১০০ বছরের কথা চিন্তা করে আমাদের কাজ করার কথা বলেছেন।

এজন্য আমরা তিন রানওয়ে বিশিষ্ট বিমানবন্দর করার পরিকল্পনা চলছে। ফলে স্থান নির্বাচনেও নতুন নতুন স্থান বিবেচনায় নেওয়া হয়েছে। দুই রানওয়ে বিশিষ্ট বিমানবন্দরের জন্য ৬ হাজার একর জমি অধিগ্রহণের পরিকল্পনা থাকলেও এখন ১০ থেকে ১২ হাজার একর জমি অধিগ্রহণ করার চিন্তা করা হচ্ছে।

পদ্মার এপাড়ে ঢাকার দোহার, নওয়াবগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকার লৌহজং, সিরাজদিখান এলাকা থেকে একটি এবং ফরিদপুর, মাদারিপুর ও শরিয়তপুর থেকে আরেকটি স্থান প্রাথমিকভাবে নির্বাচন করার কথাও ছিল।

জানা গেছে, যেখানেই বিমানবন্দর স্থাপন কারা হোক তার পাশে পর্যাপ্ত জায়গা রেখে এলিভেটেড এক্সপ্রেস এবং মনোরেল স্থাপন করা হবে। একারণে নতুন করে কুমিল্লায় জরিপ চালিয়েছে দলটি।
Hasan 01-24-2017, 10:56 AM
স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় দিন শেষে টাইগারদের মনে ছিল জয়ের স্বপ্ন। তবে সেই স্বপ্ন এখন অনেকটা হতাশায় পরিণত হয়েছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১৭৩ রানে অলআউট বাংলাদেশ দল। আর এতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের জন্য নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়িয়েছে ১০৯ রানের।

মামুলি এই লক্ষ্য তাড়া করতে নেমে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৭৯ রান।
Hasan 01-24-2017, 10:56 AM
স্পোর্টস ডেস্ক: ওয়ানডে-টি টোয়েন্টির পর এবার টেস্টেও হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথমটিতে অবশ্য জয় পাওয়ার কথা ছিল টাইগারদের। কিন্তু দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ইনজুরির কারণে সেটা আর সম্ভব হয়নি।

পরের টেস্টে অনভিজ্ঞ দল নিয়েও প্রথম ইনিংসে ভালো করেছিল সাকিব-সৌম্যরা, তবে ক্যাচ ফেলার মাশুল আর দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতা সব আশা শেষ করে দেয়। ফলে দেড় দিন বৃষ্টিতে খেয়ে ফেললেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। আর এই হারের ফলে নিউজিল্যান্ড সফরে গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজে ধবল ধোলাই হলো টিম বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৯ উইকেটে জিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।
Hasan 01-24-2017, 10:55 AM
স্পোর্টস ডেস্ক:তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আটক আরাফাত সানি দোষী প্রামাণিত হলে ক্রিকেট বোর্ড তার পাশে থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেটের এ শীর্ষ কর্মকর্তা এমন মন্তব্য করেন।

নিজামউদ্দিন বলেন, আরাফাত সানির বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় বিসিবি খুবই বিব্রত। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। মামলায় দোষী প্রমাণিত হলে সানির পাশে বোর্ড থাকবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

এর আগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় রোববার ভোরে সানির নিজ বাড়ি সাভারের আমিন বাজার থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহিয়া ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুইয়ে সানির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
Hasan 01-24-2017, 10:54 AM
স্পোর্টস ডেস্ক: এইবারের বিপক্ষে গোল করে বার্সেলোনার জার্সি গায়ে স্বদেশি সাবেক তারকা রোনালদিনিয়োর পাশে বসেছেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। রোববার প্রতিপক্ষের মাঠে ৪-০ ব্যবধানের জয় পাওয়া ম্যাচটির যোগ করা সময়ে বার্সেলোনার জার্সিতে ৯৪তম গোলটি করেন নেইমার। বার্সেলোনায় হয়ে নেইমার খেলেছেন ১৬৪টি ম্যাচ। কাতালান ক্লাবটির হয়ে ৯৪ গোল করতে ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনিয়োকে খেলতে হয়েছিল ২০৭টি ম্যাচ।

বার্সেলোনার সর্বকালের সেরা ফুটবলারদের একজন রোনালদিনিয়ো ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স লিগসহ ক্লাবটিকে অনেক শিরোপা জেতাতে অবদান রাখেন। নেইমারও বার্সেলোনার হয়ে সাফল্য পেয়ে যাচ্ছেন। একটি চ্যাম্পিয়ন্স লিগসহ বার্সেলোনার হয়ে নেইমার এরই মধ্যে জিতে ফেলেছেন ৯টি ট্রফি। ২০১৩ সালে ব্রাজিলের সান্তোস থেকে বার্সেলোনায় নাম লেখানো নেইমারের সঙ্গে নতুন চুক্তিও করেছে কাতালুনিয়ার ক্লাবটি। কাম্প নউতে তিনি থাকবেন ২০২১ সালের জুন পর্যন্ত।
Hasan 01-24-2017, 10:54 AM
স্পোর্টস ডেস্ক:ওয়ানডে-টি টোয়েন্টির পর এবার টেস্টেও হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথমটিতে অবশ্য জয় পাওয়ার কথা ছিল টাইগারদের। কিন্তু দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ইনজুরির কারণে সেটা আর সম্ভব হয়নি।

পরের টেস্টে অনভিজ্ঞ দল নিয়েও প্রথম ইনিংসে ভালো করেছিল সাকিব-সৌম্যরা, তবে ক্যাচ ফেলার মাশুল আর দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতা সব আশা শেষ করে দেয়। ফলে দেড় দিন বৃষ্টিতে খেয়ে ফেললেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। আর এই হারের ফলে নিউজিল্যান্ড সফরে গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজে ধবল ধোলাই হলো টিম বাংলাদেশ।

অধিনায়ক হিসেবে অভিষেক, হোক না এক ম্যাচের জন্যই। তামিম ইকবালের জন্য সুযোগ ছিল সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচটা স্মরণীয় করে রাখার। তামিম নেতৃত্ব দিলেন ঠিকই, কিন্তু তা ব্যাটসম্যানদের আত্মহননের।

এমন পরাজয়ের পুরো দায় নিলেন তামিম। প্রথম ইনিংসে শর্ট বল এড়িয়ে না গিয়ে পুল করতে গিয়ে ক্যাচ দিলেন উইকেটের পেছনে। ইনিংসের সেটি মাত্রই চতুর্থ ওভার। দ্বিতীয় ইনিংসে আউট হলেন আরও বাজেভাবে। ডিপ স্কয়ার লেগে ফিল্ডার দাঁড় করিয়ে দেওয়া হলো শর্ট বল। তামিম সাজানো ছক মেনে যেন ফাঁদে পা দিলেন ইচ্ছে করে।

তামিমের বলেন, ‘আমরা সহজ পথে হেঁটেছি। কঠোর পরিশ্রম করতে চাইনি। কঠিন কাজটা বেছে নিতে চাইনি। তেমনটাই মনে হয়েছে। এমন পরিস্থিতিতে নেতার কাছ থেকে সতীর্থরা আশা করে সামনে থেকে পথ দেখাবে। আমি তা পারিনি।’

তামিম ওপেনারের ভূমিকায় খেলেন বলে দায়িত্বটা যে বেশি, তাও বোঝেন, ‘যেভাবে আউট হয়েছি—রাবিশ। আমার উচিত ছিল বাজে বলের জন্য অপেক্ষা করা। সেখান থেকে রান তোলা। দীর্ঘ সময় ব্যাট করা। আমাকে নিয়ে বড় জুটি গড়ে তুলতে পারলে ছবিটা অন্য রকম হতো। আমি পুরো দায় নিচ্ছি। আমিই শুরুটা করেছিলাম। আমি ওই শটটা না খেললে, কঠিন পথটা বেছে নিতে পারলে ম্যাচ অন্য রকম হতো।’
Hasan 01-23-2017, 10:40 PM
নিউজ ডেস্ক: আপনি কি দীর্ঘ জীবন কামনা করেন? তাহলে জেনে রাখুন, যৌনতাহীন জীবনই দীর্ঘায়ুর রহস্য। সাম্প্রতিক সমীক্ষায় জানা গিয়েছে এমন তথ্য, দাবি একদল গবেষকের।

দৈনন্দিন জীবন থেকে কি ছেঁটে ফেলা সম্ভব যৌনতা? প্রশ্ন শুনে অনেকেই নেতিবাচক উত্তর দেবেন। কিন্তু গবেষকরা জানাচ্ছেন, সুদীর্ঘ কাল বেঁচে থাকার প্রাথমিক শর্তই হল, যৌনতাকে এড়িয়ে চলা।

সাম্প্রতিক পরীক্ষায় দেখা গিয়েছে, প্রতিদিন যৌন সঙ্গমে অভ্যস্ত র‌্যান্ডি ক্রিটার্স নামে ইঁদুর গোত্রের এক ধরণের প্রাণী সাধারণত স্বল্পায়ু হয়। অন্য দিকে, মিলওয়ার্ম বিটল্‌স নামে এক রকমের গুবরে পোকার আয়ু বেশি হওয়ার কারণ, যৌন মিলনের মাঝে তারাদীর্ঘ দিন বিরতি দেয়।

গবেষকদের মতে, যৌন মিলনের সময় নিসৃত প্রজননে সহায়ক হরমোন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ব্যাহত করে। এর ফলে শরীরে জীবাণু সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। কঠিন প্রাণঘাতী অসুখে মৃত্যু অবধারিত হয়ে ওঠে।

তবে অন্য প্রাণীদের উপর গবেষণা করা হলেও মানুষের ক্ষেত্রে এই মত কতটা কার্যকর হবে, তা নিয়ে দ্বিধা বিভক্ত বিজ্ঞানীরা। কিন্তু গবেষক দলের প্রধান ডক্টর মাইকেল সিলভা মনে করেন, সে ক্ষেত্রেও নিয়মের ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। তাঁর যুক্তি, 'সন্ন্যাসীনিরা সাধারণত বিবাহিত ও সন্তানের জননী নারীর তুলনায় বেশি দিন বাঁচেন। বহু পরিবারে অবিবাহিত অথবা সন্তানহীন বাল্যবিধবা মহিলারা দীর্ঘ জীবন যাপন করে থাকেন।'

গবেষকদের দাবি, অতিরিক্ত যৌনতায় শুধুমাত্র দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হয় না, তার উপর ছোঁয়াচে যৌন অসুখ হওয়ার সম্ভাবনাও থেকে যায়। এই কারণেই সন্ন্যাসী-সন্ন্যাসীনি, যাজক ও সাধুদের আয়ু সাধারণের তুলনায় বেশি হয়। এমনকি এই গোত্রের মানুষের হৃযন্ত্র বিকল হওয়ার আশঙ্কাও কম বলে মনে করছেন গবেষকরা।
Hasan 01-23-2017, 10:31 PM
এই অফার টি সবার জন্য প্রযোয্য নাও হতে পারে। আপনি এই অফার এর জন্য এলিগেবল কিনা জানতে ডায়েল করুন *999*2#। ফিরতি মেসেজ এ যদি এরকম আসে
“Registration Sofol Hoyeche. Apnar usage target 4 minute……”
তাহলে আপনি এই ট্রিকটি করতে পারবেন। এই কাজটি আপনি দুইভাবে করতে পারবেন।
পদ্ধতি ১)
* আপনি ৩৯, ৭৯ বা ১০৯ টাকা রিচার্জ করলে এক পয়সা সেকেন্ড চালু হবে।
* আপনি প্রথমে ৪ মিনিট কথা বলবেন। একটানা কথা না বললে ও হবে। ২.৫০ টাকার মত কাটবে।
* তারপর প্রতি কলের জন্য আপনি পাবেন ১ এম্বি। এখানে আপনি যেকোন জিপি নাম্বারে ফোন করে এক সেকেন্ডের জন্য ধরতে হবে তারপর ফোন কেটে দিবে। এজন্য আপনি ১ এম্বি পাবেন। এভাবে প্রতি ১ সেকেন্ড কল করার জন্য এক এম্বি পাবেন।
দ্রুত কল করার জন্য টিউনটির নিচের অংশ দেখুন।
পদ্ধতি ২)
প্রথমে *121*1*5*2# ডায়েল করে আপনার অন্য ফোনের নাম্বার দিন। এতে আপনার অন্য ফোনের সাথে সুপার এফএনএফ হবে। ফলে প্রতি কলে ১০ সেকেন্ড পালসে ৬ পয়সা/সেকেন্ড কাটবে। (১০ সেকেন্ড-এ ও ৬ পয়সা কাটবে)
এখানে আপনি ১.৭০ টাকায় ৪ মিনিট আনতে পারেন। এটা আনতে ডায়েল করুন *1000*1#।
এখন আপনি ৪ মিনিট কথা বলে কেটে দিন। তারপর প্রতি কলের জন্য পাবেন ১ এম্বি করে।
অর্থাৎ আপনি একটি কল করে এক সেকেন্ড কথা বলার পর কেটে দিন। ফলে আপনার কাটবে ৬ পয়সা এবং পাবেন ১ এম্বি।
এছারাও আপনি যদি মিনিট দিয়ে কথা বলেন তাহলে প্রতি মিনিটে পাবেন ১০ এম্বি। কেননা জিপির সিস্টেম আনুযায়ী ২ মিনিট = ১.১০০ মিনিট হয়। এবং প্রতি ১ সেকেন্ড কলে তা ১.৯০ এ নেমে আসে। ফলে বুঝা যায় যে জিপিতে মিনিটের ক্ষেত্রে তা ০.১০ পালসে কাজ করে।
Hasan 01-23-2017, 10:30 PM
সবাই অামার সালাম নি‌বে ,,””””””
সবাই ভা‌লো অা‌ছেন তো অা‌মিও ভা‌লো অা‌ছি ব‌লে ট্রিক‌বি‌ডি‌তে post কর‌তে পারলাম যাই‌হোক
অফারটি গ্রামীণফোনের জন্য প্রযোজ্য।
মাত্র ২.৩০ টাকায় 20 SMS, 20 MMS & Free Missd Call Alert
Dial : *111*11#SMS & MMS এর মেয়াদ ১ দিন।
Missed Call Alert Free এক মাসের জন্য।অফার ব্যাতিত প্রদত্ত SMS,MMS & Missed Call Alert এর মূল্য আনুমানিক ৪০ টাকা।
‌দে‌খেন অা‌মি পায়‌ছি


‌বি:দ্র::::- অফার‌টি সবাই নাও পে‌তে পা‌রেন

সবাই‌কে ধন্যবাদ
Hasan 01-23-2017, 10:29 PM
অফারটি সকল গ্রামীনফোন প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।

মাস জুড়ে হাতের মুঠোয় সুপার স্পীড ইন্টারনেট। ২৮ দিন মেয়াদে 2.5GB ইন্টারনেট প্যাক গ্রামীণফোন দিচ্ছে মাত্র ৪২৭ টাকায়। দুর্দান্ত এই ইন্টারনেট প্যাক অ্যাক্টিভেট করতে এখুনি ডায়াল করুন *121*3010#

অবশিষ্ট ভলিউম চেক করতে, গ্রাহকদের *567# ডায়াল করতে হবে।
Hasan 01-23-2017, 10:29 PM
এখন জিপি দিচ্ছে ২০ দিনের ফ্রি সাবস্ক্রাইব সহ ২ টি ওয়েলকাম টিউন একদম ফ্রি। এজন্য ডায়াল করতে হবে *4000*59#

ধন্যবাদ ভাল থাকুন
Hasan 01-23-2017, 10:24 PM
ক্লাউড প্রিন্ট গুগলের একটা সার্ভিস যা প্রায় সকল এন্ডয়েড ফোনে থাকে। কিন্তু আমরা অনেকেই এটা ব্যবহার করতে জানি না। এর মাধ্যমে আপনার ফোন থেকেই আপনি যে কোন কিছু প্রিন্ট দিতে পারেন। OTG ছাড়াই।

তো চলুন জেনে নেই কিভাবে করবেন।

১। নিশ্চিত হোন যে আপনার ফোনের ইন্টারনেট চালু আছে। এবং ইমেইল লগিন করা আছে।

২। পিসি তেও ইন্টারনেট কানেকশন লাগবে। সাথে ক্রোম ব্রাউজার। এবং সেটাতে গুগল একাউন্ট এ লগিন করা লাগবে। [যে একাউন্টস ফোনে লগিন করা আছে সেই একাউন্ট।]

৩। প্রিন্টার অন রাখতে হবে।

৪। কোন প্রিন্ট যোগ্য ফাইল বা ফটো ওপেন করুন। অপশন থেকে প্রিন্ট মেনুতে যান।

৫। আপনা আপনি ক্লাউড প্রিন্ট চালু হবে অথবা পপ আপ থেকে ক্লাউড প্রিন্ট সিলেক্ট করুন।

৬। এবার ড্রপডাউন মেনু থেকে প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট করুন।

৭। গুগল আগে থেকেই প্রিন্টার এড করে রাখে। এই লিস্টে দেখুন। https://google.com/cloudprint/learn/printers.html
৮। যদি লিস্টে না থাকে তবে পিসিতে ক্রোম চালু করে মেনু থেকে সেটিংস এ যান। Sign in to chrome এ ক্লিক করুন।

Show Advanced Menu তে ক্লিক করে গুগল ক্লাউড প্রিন্ট অপশন বেছে নিন। সেখান থেকে Manage এ ক্লিক করে প্রিন্টার এড করে নিন।

সতর্কতাঃ দুই জায়গাতেই ইন্টারনেট কানেকশন লাগবে আর একই ইমেইল এড্রেস বা গুগল একাউন্টে লগিন থাকতে হবে।
Pages (144):    1 90 91 92 93 94 144   
Welcome, Guest
You have to register before you can post on our site.
Lost Password?
Remember me?
 
Members: 1,290
Latest member: taoaxue123
Forum threads: 2,869
Forum posts: 6,357
There are currently 72 online users. 0 Member(s) | 68 Guest(s)
Applebot, Bing, Google, Yandex
Latest Threads
Shuvo Kamona Sms
Forum: Bangla Sms
Last Post: xfinityauthorize, 04-25-2024, 04:34 PM
Replies: 80 - Views: 19,538
Kemon Acho Sms
Forum: Bangla Sms
Last Post: xfinityauthorize, 04-25-2024, 04:33 PM
Replies: 71 - Views: 20,467
Bangla Islamic Sms
Forum: Bangla Sms
Last Post: xfinityauthorize, 04-25-2024, 04:31 PM
Replies: 149 - Views: 29,878
Bangla Koster Sms
Forum: Bangla Sms
Last Post: xfinityauthorize, 04-25-2024, 04:25 PM
Replies: 138 - Views: 30,826
Bangla Jokes Sms
Forum: Bangla Sms
Last Post: xfinityauthorize, 04-25-2024, 04:23 PM
Replies: 65 - Views: 41,978
Bangla Advice Sms
Forum: Bangla Sms
Last Post: xfinityauthorize, 04-25-2024, 04:21 PM
Replies: 85 - Views: 23,869
Mixed General Sms
Forum: Bangla Sms
Last Post: xfinityauthorize, 04-25-2024, 04:18 PM
Replies: 202 - Views: 34,642
Bangla Friendship Sms
Forum: Bangla Sms
Last Post: xfinityauthorize, 04-25-2024, 04:16 PM
Replies: 165 - Views: 53,799
Bangla Love Sms
Forum: Bangla Sms
Last Post: xfinityauthorize, 04-25-2024, 04:10 PM
Replies: 310 - Views: 57,377
Bangla Eid Sms
Forum: Bangla Sms
Last Post: xfinityauthorize, 04-25-2024, 04:07 PM
Replies: 21 - Views: 113,008
Powered By MyBB, © 2002-2024 MyBB Group.
Made with by Curves UI.