The following warnings occurred:
Warning [2] Undefined property: MyLanguage::$archive_pages - Line: 2 - File: printthread.php(287) : eval()'d code PHP 8.0.30 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/printthread.php(287) : eval()'d code 2 errorHandler->error_callback
/printthread.php 287 eval
/printthread.php 117 printthread_multipage



Forums.Likebd.Com
কষ্টের এসএমএস - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: Mobile Sms (http://forums.likebd.com/forumdisplay.php?fid=5)
+--- Forum: বাংলা এসএমএস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=7)
+--- Thread: কষ্টের এসএমএস (/showthread.php?tid=61)

Pages: 1 2 3 4 5


RE: কষ্টের এসএমএস - Hasan - 02-04-2017

মুক্ত করে দিলাম তোরে +*+
যেতে পারিস অনেক দুরে*+*
ভালো বাসি এই কথাটি +*+
বলবো না আর তোরে *+*
সুখে যদি থাকিস তুই+-+
আসিস না আর ফিরে *০*
না পাওয়া সুখ খুযে নিবো+++
কস্টের ভিড়ে++++


RE: কষ্টের এসএমএস - Hasan - 02-04-2017

নেই কোন কল্পনা আজ তোমায় নিয়ে
নেই কোন প্রার্থনা আজ তোমায় চেয়ে
নেই কোন কামনা তোমায় সাজিয়ে
নেই কোন প্রেরণা তুমি কোথায় হারিয়ে.......!!!


RE: কষ্টের এসএমএস - Hasan - 02-04-2017

মাঝে মাঝেই এক সমুদ্র কষ্ট আসে,
কষ্ট পাওয়া স্মৃতি গুলো চোখে ভাসে,
বিষাক্ত ছোবল মারে মনের ক্যানভাসে।
তবুও মানুষ কষ্টকে কেন ভালোবাসে ?


RE: কষ্টের এসএমএস - Hasan - 02-04-2017

মুক্তি আনন্দে আমিও হাঁসবো আমার সে হাঁসিতে থাকবে শুধু সুখের প্রলেপ ।আমি উড়বো আনমনে, আমি গাইবো প্রাণ খুলে, আমি তাকাবো অপলক নেত্রে, হাঁ ! এমনিভাবে আমি মরবো অকাতরে. . .


RE: কষ্টের এসএমএস - Hasan - 02-04-2017

যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকেনা, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়, আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মত মন থাকেনা, কারন মনটা কষ্ট পেতে পেতে এক সময় নষ্ট হয়ে যায়**


RE: কষ্টের এসএমএস - Hasan - 02-04-2017

নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপী
হয়ে যাবো, ভাবিনি এই পৃথিবীতে
এতো কষ্ট পাবো । বন্ধু বলো বান্ধব
বলো কেউই আপন নয়, ক্ষনিকের এই
পৃথিবীতে সবই অভিনয়......!!


RE: কষ্টের এসএমএস - Hasan - 02-04-2017

একটি গাছে দুটি পাখি
বেঁধেছিলো বাসা।
সারাজীবন থাকবে বলে মনে
ছিলো আশা।
হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে
দিলো বাসা।
সেদিন থেকে হারিয়ে গেলো
পাখির ভালোবাসা।


RE: কষ্টের এসএমএস - Hasan - 02-04-2017

এ নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়,
সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়।
আসলে থাকে না কারো অন্তরে ভালোবাসা,
স্বার্থের লাগি আছে কাছে মনে অন্য আশা।
স্বার্থ উদ্বার হয়ে গেলে, দুঃখ দিয়ে কেটে পড়ে।


RE: কষ্টের এসএমএস - Hasan - 02-04-2017

সুখ নামের ময়না পাখি হয়তো আর আসবেনা ফিরে
আমার এই মনের ছোট ঘরে |
দুঃখ নামের নিষ্ঠুর পাখি
আমার থাকবে সারা জনম ভরে |


RE: কষ্টের এসএমএস - Hasan - 02-04-2017

বন্ধু তুই ভালো থাকিস!!
আমি চল্লাম আজ অনেক দুরে!!
যানিনা কোন কারনে এভাবে গেলি আমায় একা করে!!
তাই আমিও চল্লাম সেই পথে,,
যেখান থেকে কেউ কখনো আসেনি ফিরে..!