The following warnings occurred: | |||||||||||||||
Warning [2] Undefined property: MyLanguage::$archive_pages - Line: 2 - File: printthread.php(287) : eval()'d code PHP 8.0.30 (Linux)
|
ভালবাসার এসএমএস - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: Mobile Sms (http://forums.likebd.com/forumdisplay.php?fid=5) +--- Forum: বাংলা এসএমএস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=7) +--- Thread: ভালবাসার এসএমএস (/showthread.php?tid=8) |
RE: ভালবাসার এসএমএস - Hasan - 02-04-2017 আমি তাকেই ভালবাসি যে, আমাকে বিশ্বাস করে। আমি তাকেই বিশ্বাস করি যে আমাকে বুঝে। RE: ভালবাসার এসএমএস - Hasan - 02-04-2017 জীবনে এমন মানুষ খুঁজে পাওয়া ভার, যে হবে শুধুই আমার। আমার সুখ দুঃখে যে রবে পাশে, এমন মানুষকেই ভালবাসার মন খুঁজে। RE: ভালবাসার এসএমএস - Hasan - 02-04-2017 আজকে তুমি রাগ করছো, দু:খ পাবো তাতে। কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে? বিধির বিধান এই রকমি, একদিন তো যাবো মরে। বুঝবে সেদিন তুমি, ভালোবাসতাম শুধু তোমাকে ...... ! RE: ভালবাসার এসএমএস - Hasan - 02-04-2017 ভালোবাসাকে যদি শস্যক্ষেত্র রুপে কল্পনা করা হয়, তবে বিশ্বাস তার বীজ। আর পরিচর্যা হলো আবেগ। RE: ভালবাসার এসএমএস - Hasan - 02-04-2017 একজন প্রেমিকের কাছে চন্দ্র হলো তার প্রেমিকার মুখ । আর জোছনা হলো প্রেমিকার দীর্ঘশ্বাস । RE: ভালবাসার এসএমএস - Hasan - 02-04-2017 এক ফোঁটা শিশিরের কারনেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয়, তেমনি এক চিমটি ভালবাসা দিয়ে ও সুখ পাওয়া যায় যদি সেই ভালবাসা খাঁটি হয়.. RE: ভালবাসার এসএমএস - Hasan - 02-04-2017 জানিনা ভালোবাসার আলাদা আলাদা নিয়ম আছে কিনা, তবে আমি কোন নিয়মে তোমাকে ভাল বেসেছি তাও জানিনা, শুধু এইটুকু জানি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি... RE: ভালবাসার এসএমএস - Hasan - 02-04-2017 মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে, তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে, তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা। সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা। RE: ভালবাসার এসএমএস - Hasan - 02-04-2017 ফুলের প্রয়োজন সূর্যের আলো, ভোরের প্রয়োজন শিশির, আর আমার প্রয়োজন তুমি, আমি তোমাকে ভালবাসি। RE: ভালবাসার এসএমএস - Hasan - 02-04-2017 চাঁদ মেঘে লুকালো তোমাকে দেখে প্রিয়া_ রাত বুঝি ঘুমালো এসো না বুকে প্রিয়া_ ঝিরি ঝিরি হাওয়া শিরি শিরি ছোয়া_ ঝড় উঠেছে এ মনে হায় এ মনে কেউ জানেনা_ |