Forums.Likebd.Com
রামাদানকে সফলভাবে কাজে লাগানোর সেরা ১০টি উপায় । - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: ইসলামিক (http://forums.likebd.com/forumdisplay.php?fid=11)
+---- Forum: ইসলামি বিধান (http://forums.likebd.com/forumdisplay.php?fid=32)
+---- Thread: রামাদানকে সফলভাবে কাজে লাগানোর সেরা ১০টি উপায় । (/showthread.php?tid=1006)



রামাদানকে সফলভাবে কাজে লাগানোর সেরা ১০টি উপায় । - Hasan - 01-20-2017

আপনাদের অনেকেই রামাদানকে

কীভাবে কাজে লাগানো যায় তা

নিয়ে চিন্তিত, বিশেষ করে প্রথম

কয়েকদিনের ব্যাপারে। তাই আমি

আপনাদেরকে রামাদানকে

সফলভাবে কাজে লাগানোর সেরা ১০ টি উপায় সম্পর্কে জানাতে

চাই! রামাদানকে সফলভাবে কাজে

লাগানোর সেরা ১০টি উপায়ঃ



১. আন্তরিক ইচ্ছা, কঠোর পরিশ্রম

এবং প্রচুর পরিমাণ দু’আ করুন একটি

লাভজনক, কার্যকরী ও সফল

রামাদানের জন্য।



২. প্রতি রামাদানের আগের রাতে

পরবর্তী দিনের জন্য কাজের

পরিকল্পনা করুন। ৩টি গুরুত্বপূর্ণ

কাজ নির্বাচন করুন যা আপনি

পরবর্তী দিন সম্পাদন করবেন এবং

তা ডায়রিতে লিখে রাখুন।



৩. কখনই সেহরী খাবার কথা

ভুলবেন না, ফযরের কমপক্ষে ১

ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন এবং

পূর্ণাঙ্গ ও সুষম খাবার খাবেন।



৪. ফযরের পরপরই আপনার সবচেয়ে

গুরুত্বপূর্ণ কাজটি শুরু করুন এবং

কমপক্ষে ১টি বা ২টি কাজ শেষ

করুন।



৫. চেষ্টা করুন দুপুরে সামান্য

ঘুমাতে, যোহরের আগে কিংবা

যোহরের পরে, ২০ মিনিটের বেশি

নয়।



৬. রামাদানের দিনগুলোর (এবং

জীবনের!) পরিকল্পনা করুন

নামাযের ওয়াক্তে (নামাযের

আগে কিংবা পরে), অন্য কোন সময়ে

নয়।



৭. প্রতিদিন কমপক্ষে একঘন্টা

সময় কুর’আন তিলাওয়াতের জন্য

স্থির করুন।