Forums.Likebd.Com
ঘুমানোরআগে রাসুলের এইবানীটা পড়ে যান। - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: ইসলামিক (http://forums.likebd.com/forumdisplay.php?fid=11)
+---- Forum: ইসলামি বিধান (http://forums.likebd.com/forumdisplay.php?fid=32)
+---- Thread: ঘুমানোরআগে রাসুলের এইবানীটা পড়ে যান। (/showthread.php?tid=1011)



ঘুমানোরআগে রাসুলের এইবানীটা পড়ে যান। - Hasan - 01-20-2017

ঘুমিয়ে না পড়লে রাসুল (সঃ)

একটি বানী পড়ে ঘুমান...!!!

আর হয়তো কোন দিন তার বানী

শোনার সময় নাও থাকতে পারে...!!!

রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ

“আল্লাহ

তায়ালা প্রতি রাতের

শেষাংশে – শেষ তৃতীয়াংশে -

নিকটবর্তী আসমানে অবতীর্ণ

হয়ে আহবান জানাতে থাকেন ‘

ღএমন কেউ কি আছে

যে আমাকে ডাকবে আর

আমি তার ডাকে সাড়া দেব?

ღএমন কেউ কি আছে যে

আমার কাছে কিছু চাইবে আর

আমি তাকে দেব?

ღএমন কেউ কি আছে আমার

কাছে ক্ষমা চাইবে

আর আমি তাকে ক্ষমা করে দেব ?”

ღ[বুখারী, হাদীস নং ১১৪৫, মুসলিম

হাদীস নং ৭৫৮]

সুবাহানআল্লাহ।।আল্লাহ কতই

না মহান!!

ღবান্দা ১বার

ডাকলে আল্লাহ ৭০বার তার

জবাব দেন, "আমি আছি,আমি

আছি আমি আছিღ...."

ღসুতরাং,

ভালবাসলে আল্লাহকেই

বাসব,সাহায্য চাইলে তার

কাছেই চাইব।।

হে আল্লাহ, আপনি

আমাদের সকল মুসলিম ভাই

বোনেদেরকে ক্ষমা করে দিন এবং

বিতারিত শয়তানের হাত

থেকে রক্ষা করুন।।

ღღღღღ আমিন ღღღღღ

আপনার প্রিয়জনদের

কাছে পৌঁছে দিন ইসলামের

শাশ্বত

বাণী। হৃদয় থেকে হৃদয়

উদ্ভাসিত হোক

ঈমানের আলোকচ্ছটায়।