Forums.Likebd.Com
প্রেসিডেন্ট এর সাথে ১১০ লাখ মার্কিন ডলারও উধাও - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: খবরা-খবর (http://forums.likebd.com/forumdisplay.php?fid=110)
+---- Forum: সারাবিশ্ব (http://forums.likebd.com/forumdisplay.php?fid=114)
+---- Thread: প্রেসিডেন্ট এর সাথে ১১০ লাখ মার্কিন ডলারও উধাও (/showthread.php?tid=1070)



প্রেসিডেন্ট এর সাথে ১১০ লাখ মার্কিন ডলারও উধাও - Hasan - 01-24-2017

আন্তর্জাতিক ডেস্ক:গাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট ইহাইয়া জামেহ দেশ ত্যাগের পর দেশটির সরকারি কোষাগার থেকে ১১০ লাখ মার্কিন ডলার বা তার থেকেও বেশি পরিমাণের অর্থ হাওয়া হয়ে গেছে। গাম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আদামা বারোর একজন উপদেষ্টা এ কথা জানিয়েছেন।

মাই আহমাদ ফাত্তে জানান, অর্থনৈতিক বিশেষজ্ঞরা হারিয়ে যাওয়ার অর্থের পরিমাণ নির্ধারণে এখনো কাজ করছে। গাম্বিয়ার প্রেসিডেন্ট জামেহ ২২ বছর ক্ষমতায় থাকার পর রবিবার দেশ ত্যাগের আগে একটি কার্গো প্লেনে করে তার বিলাসবহুল গাড়িগুলো নিয়ে যায়।

ডিসেম্বর মাসে নির্বাচনে হেরে যাওয়ার পর সেই ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন জামেহ। পরবর্তীতে আফ্রিকান নেতাদের চাপের মুখে তিনি স্বেচ্ছা নির্বাসন বেছে নেন। এ সময় তিনি বলেন, এক বিন্দু রক্ত ঝরানো ছাড়াই ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করবেন তিনি।

এদিকে প্রেসিডেন্ট বারো কবে সেনেগাল থেকে গাম্বিয়া আসবেন তা নিশ্চিত করে জানা যায়নি। পশ্চিম আফ্রিকার সৈন্যরা গাম্বিয়ার রাজধানীতে প্রবেশের পর বারোর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে। যে কোন সময় তিনি দেশে ফেরত আসবেন বলে জানা গেছে।