Forums.Likebd.Com
মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হবেন মার্ক জাকারবার্গ! - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: খবরা-খবর (http://forums.likebd.com/forumdisplay.php?fid=110)
+---- Forum: সারাবিশ্ব (http://forums.likebd.com/forumdisplay.php?fid=114)
+---- Thread: মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হবেন মার্ক জাকারবার্গ! (/showthread.php?tid=1071)



মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হবেন মার্ক জাকারবার্গ! - Hasan - 01-24-2017

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেইস বুক। আর ফেইস বুকের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি আগামী ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হবেন।

কারণ ২০১৯ সালে তার বয়স ৩৫ হবে। আর ২০১৭ সালে ৫০টি অঙ্গরাজ্য পরিদর্শন করার ঘোষণা দিয়েছিলেন জাকারবার্গ। তার এই পরিদর্শনের ঘোষণা থেকেই ধারণা করা হচ্ছে তিনি পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হবেন।

নিজের কোম্পানি ফেইস বুক রেখেই তিনি নির্বাচনে অংশ গ্রহণ করবেন। নিজের কোম্পানিসহ তিনি সরকারি পদে থাকতে চান। জাকারবার্গের এমন ইচ্ছার কথা জানিয়ে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি পত্রিকা।

টেক্সাসভিত্তিক রিপাবলিকান ডিজিটাল ক্যাম্পেইন স্ট্রেটেজিস্ট ভিনসেন্ট হ্যারিস বলেন, আমরা আমেরিকায় রাজনীতি ও বিনোদনের মিশ্রন দেখতে পাচ্ছি। এক্ষেত্রে জাকারবার্গ প্রেসিডেন্টে হওয়ার খবর অস্বাভাবিক কিছু না।

জাকারবার্গের বর্তমান বয়স ৩২। আগামী ২০২০ সালে তার বয়স হবে ৩৬। যা জন এফ কেনেডির চেয়ে মাত্র ৭ বছর ছোট। ৪৩ বছরের আগে আর কেউ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারেনি।