২০১৮ সালের মধ্যে আড়াই লাখ প্রি-পেইড মিটার স্থাপন - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: খবরা-খবর (http://forums.likebd.com/forumdisplay.php?fid=110) +---- Forum: দেশের খবর (http://forums.likebd.com/forumdisplay.php?fid=115) +---- Thread: ২০১৮ সালের মধ্যে আড়াই লাখ প্রি-পেইড মিটার স্থাপন (/showthread.php?tid=1087) |
২০১৮ সালের মধ্যে আড়াই লাখ প্রি-পেইড মিটার স্থাপন - Hasan - 01-25-2017 দেশের বিভিন্ন স্থানে এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৮ হাজার ৬০০ আবাসিক প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দুই লাখ ৬০ হাজার প্রি-পেইড মিটার স্থাপনের প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এটা ২০১৮ সালের মধ্যে শেষ হবে। শিল্প খাতেও প্রি-পেইড মিটার স্থাপনের কার্যকারিতা পরীক্ষাধীন রয়েছে। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সদস্য এম এ মালেকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি জানান, প্রি-পেউড মিটার স্থাপনের পর এক জরিপে দেখা গেছে, প্রতিটি ডাবল বার্ণার চুলায় গড়ে ৩৩ ঘনমিটার গ্যাস সাশ্রয় হয়। এছাড়া এ মিটার স্থাপনের পর গ্রাহকরা দায়িত্বশীলভাবে গ্যাস ব্যবহার করে। তাই গ্রাহকদের প্রি-পেইড মিটার ব্যবহারে উৎসাহ দেয়া হচ্ছে। সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম আখতার জাহানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী। তাই দেশের অভ্যন্তরে তেলের দাম কমানো বা বাড়ানো সম্ভব না। এছাড়া অতীতের প্রায় সাড়ে ২৭ হাজার কোটি টাকা সরকারি ঋণ এখনও রয়ে গেছে। তাই এখন আবার জ্বালানি তেলের দাম কমানো হলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আবার ঋণগ্রস্ত হবে। |