Forums.Likebd.Com
অস্ট্রেলিয়া দল ভারতীয় ব্যাটসম্যানদের কাছ থেকে শিখবে : ম্যাক্সওয়েল - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: খবরা-খবর (http://forums.likebd.com/forumdisplay.php?fid=110)
+---- Forum: খেলাধুলা (http://forums.likebd.com/forumdisplay.php?fid=111)
+---- Thread: অস্ট্রেলিয়া দল ভারতীয় ব্যাটসম্যানদের কাছ থেকে শিখবে : ম্যাক্সওয়েল (/showthread.php?tid=1163)



অস্ট্রেলিয়া দল ভারতীয় ব্যাটসম্যানদের কাছ থেকে শিখবে : ম্যাক্সওয়েল - Sohan - 02-06-2017

আসন্ন সফরে অস্ট্রেলিয়া দল ভারতীয়
ব্যাটসম্যানদের কাছ থেকে শিখবে
বলে আশা করছেন অসিদের মারকুটে
ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।
ভারতীয় স্পিনারদের সামালানোর
উপায় হিসেবে এমন পরিকল্পনা বেছে
নিয়েছেন ম্যাক্সওয়েল।
তিনি বলেন, ‘ভারতীয় স্পিনারদের
সামলানোই বড় চ্যালেঞ্জ আমাদের
জন্য। তবে ভারতের ব্যাটসম্যানরা
যেভাবে স্পিন সামলাবে, ঠিক
সেভাবে আমাদেরও সামলাতে হবে।
ভারতীয় ব্যাটসম্যানদের কাছ থেকেই
আমাদের শিখতে হবে, কিভাবে স্পিন
সামলাতে হয়।’
ভারতের মাটিতে এখন পর্যন্ত ১৩টি
টেস্ট সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া।
এরমধ্যে চারবার সিরিজ জিতেছে
তারা। তবে সর্বশেষ সাত সিরিজের
মধ্যে মাত্র একটিতে জয় পায় অসিরা।
সেটিও ২০০৪ সালে। এরপরের তিনটি
সিরিজের সবক’টিতেই হারতে হয়েছে
অস্ট্রেলিয়াদের।
সর্বশেষ তিন সিরিজে অস্ট্রেলিয়ার
হারের প্রধান কারন ছিলো, ভারতীয়
স্পিনাররা। স্বাগতিক স্পিনারদের
স্পিন বিষে পড়ে ছাড়খাড় হয়ে যায়
অসিরা। বিশেষভাবে ২০১৩ সালে
সর্বশেষ চার ম্যাচে সিরিজে তো
হোয়াইটওয়াশ হয় অস্ট্রেলিয়া। তাই
আসন্ন সিরিজ শুরুর আগ থেকে ভারতীয়
স্পিনারদের কিভাবে সামলাবে
অস্ট্রেলিয়া, এই নিয়ে চলছে চুলচেরা
বিশ্লেষণ।
অতীত ফলাফলেই শুধু নয়, ভারতের
সাম্প্রতিক পারফরমেন্সের কারণেই
চুলচেরা বিশ্লেষণের মাত্রাটা অনেক
বেশি। ডিসেম্বরে পাঁচ ম্যাচের
সর্বশেষ সিরিজে ইংল্যান্ডকে ৪-০
ব্যবধানে হারিয়েছিলো ভারত। ওই
সিরিজে রবীচন্দ্রন অশ্বিন ২৮টি ও
রবীন্দ্র জাদেজা ২৬টি উইকেট নেন।
এমন চিত্রই বলে দেয়, আসন্ন সিরিজের
কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে
অস্ট্রেলিয়াকে।
এজন্য ভারতীয় স্পিনারদের
সামালানোর নয়া কৌশল বের
করেছেন অসি ব্যাটসম্যান
ম্যাক্সওয়েল, ‘শুধুমাত্র আমাদের জন্য
নয়, ভারতের জন্যও কঠিন চ্যালেঞ্জ
অপেক্ষা করছে। তবে এটা ঠিক
ভারতীয় কন্ডিশনে খেলাটা সবসময়ই
কঠিন। বিশেষভাবে তাদের পিচে
স্পিনারদের সামলানোটা অনেক
বেশি কঠিন। তবে ভারতীয়
ব্যাটসম্যানদের কাছ থেকে আমরা
শিখবো কিভাবে স্পিন সামলাতে
হয়। তারা যেভাবে আমাদের স্পিন
সামলাবে, ঠিক সেভাবেই আমাদেরও
সামলাতে হবে।’
আসন্ন সিরিজে অন্যান্যবারের তুলনায়
অস্ট্রেলিয়া ভালো পারফরমেন্স করবে
বলেও জানান দুই বছরেরও বেশি সময় পর
টেস্ট দলে ফেরা ম্যাক্সওয়েল।
তিনি বলেন, ‘শেষ তিন সফরে আমরা
ভালো ফলাফল করতে পারিনি। তবে
এবার দল ভালো ফলাফল করবে।
এবারের দলটি অনেক বেশি
ব্যালেন্সড। দক্ষিণ আফ্রিকার কাছে
সিরিজ হারার পর দারুনভাবে ঘুড়েঁ
দাড়িয়েছে। ভালো খেলার
ধারাবাহিকতা অব্যাহত রাখতে
পারলেই প্রতিপক্ষকে হারানো সম্ভব।
বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন
পরিকল্পনা নিয়ে নামতে হয়। এখানে
কৌশল পাল্টে নতুনভাবে নামতে হবে
আমাদের। সবাই জ্বলে উঠতে পারলে
ভালো করা সম্ভব।’
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার
ম্যাচের টেস্ট সিরিজ।