Forums.Likebd.Com
২০১৭ সালের ভয়ানক পাসওয়ার্ড গুলো জেনে নিন কি কি? - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: হ্যাকিং (http://forums.likebd.com/forumdisplay.php?fid=118)
+---- Thread: ২০১৭ সালের ভয়ানক পাসওয়ার্ড গুলো জেনে নিন কি কি? (/showthread.php?tid=1190)



২০১৭ সালের ভয়ানক পাসওয়ার্ড গুলো জেনে নিন কি কি? - Hasan - 02-07-2017

অনলাইনে হ্যাকিংয়ের শিকার হওয়ার সবচেয়ে বড় কারণটি হলো দুর্বল পাসওয়ার্ড। বিশেষজ্ঞরা এটাই মনে করেন। আসলে অনেক বেশি সংখ্যক অ্যাকাউন্ট হওয়ার কারণে ব্যবহারকারীরা সহজে মনে রাখা যায় এমন পাসওয়ার্ড বাছাই করেন। যদি বিশেষজ্ঞরা, ছোট-বড় অক্ষরের সমন্বয়, যতি চিহ্নের ব্যবহার এবং নম্বরের ব্যবহারে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে বলেন। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটেই যায়। অথচ মানুষ এতকিছু জানার পরও সহজ-সরল পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। এখানে বিশেষজ্ঞরা মানুষের বোকামিকেই তুলে এনেছেন। গত বছর সবচেয়ে ‘ভয়ংকর’ পাসওয়ার্ডের তালিকা প্রস্তুত করেছেন তারা। এগুলো ভয়ংকর দুর্বল পাওয়ার্ড হওয়ার কারণে। এখানে এমন সব পাসওয়ার্ড রয়েছে যাকে দুর্বল পাসওয়ার্ডের উদাহরণ হিসাবে তুলে ধরা হয়েছে বহুবার। কিন্তু কানে তোলেননি অনেকে। এগুলো দেখে নিন এবং সাবধান থাকুন

১. সবচেয়ে দুর্বল পাসওয়ার্ড হিসাবে তুলে ধরা হয়েছে ‘123456’-কে। অনেকেই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টেও এই পাসওয়ার্ড ব্যবহার করেছেন অহরহ। 
২. তেমনি আরেকটি বাজে পাসওয়ার্ড হলো ‘123456789’। 
৩. একটু কৌশলী পাসওয়ার্ড, কিন্তু মোটেও শক্তিশালী নয়। এটা হলো ‘querty’। 
৪. সেই একই পাসওয়ার্ড ‘12345678’, দুর্বলগুলোর মধ্যে একটি। 
৫. কোনো হ্যাকার নয়, সাধারণ মানুষ আন্দাজের ওপর ভিত্তি করে এই ‘111111’ পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। 
৬. সংখ্যার পাসওয়ার্ডের মধ্যেও এটাও একেবারে দুর্বল ‘1234567890’। 
৭. অনেকে এটাও ব্যবহার করেন ‘1234567’।
৮. অনেকে ‘password’-কেই পাওয়ার্ড হিসাবে ব্যবহার করেন। 
৯. একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখা হয়েছে। কিন্তু সেই দুর্বলই থেকে গেছে ‘123123’। 
১০. এটাও শক্তিশালী নয় ‘987654321’। 
১১. ভাতেই পারেন ‘qwertyuiop’ বেশ শক্তিশালী পাসওয়ার্ড। কিন্তু এটাও হ্যাকারদের কাছে যথেষ্ট দুর্বল। 
১২. মোটেও শক্তিশালী পাসওয়ার্ড নয় ‘mynoob’। 
১৩. নম্বরের পাসওয়ার্ড এটাও দুর্বল ‘123321’।
১৪. এটাও হ্যাকারদের পক্ষে বুঝে ফেলা কোনো বিষয় নয় ‘666666’। 
১৫. আরেকটি পাসওয়ার্ড উঠে এসেছে তালিকায়। মনে হতে পারে বেশ কঠিন। কিন্তু একেবারে সোজা ’18atcskd2w’। 
১৬. আরেকটি বাজে পাসওয়ার্ড হলো ‘7777777’। 
১৭. এটা কিন্তু মোটেও কঠিন পাওয়ার্ড না ‘1q2w3e4r’। 
১৮. নম্বর উল্টা ক্রমানুসারে সাজিয়েও লাভ নেই। ‘654321’ খুব সহজ একটি পাসওয়ার্ড। 
১৯. এটাও একই তালিকায় পড়ে ‘555555’। 
২০. তালিকায় ‘3rjs1la7qe’-কেও সহজ পাসওয়ার্ড হিসাবে দেখানো হয়েছে। 
২১. অনেকে পাসওয়ার্ড হিসাবে বেছে নিয়েছেন ‘google’। খুব সহজ একটি পাসওয়ার্ড। 
২২. আরেকটি সহজ পাসওয়ার্ড হলো ‘1q2w3e4r5t’। 
২৩. তেমনি সহজ ‘123qwe’ পাসওয়ার্ড। 
২৪. এটাকেও সহজ মনে করার কারণ নেই ‘zxcvbnm’।
২৫. এটাও হ্যাকারদের কাছে নস্যি ‘1q2w3e’।