Forums.Likebd.Com
সুইজারল্যান্ডে ফ্রি পড়াশোনা, মাসে পাবেন সোয়া লাখ টাকা - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: পড়াশোনা (http://forums.likebd.com/forumdisplay.php?fid=113)
+--- Thread: সুইজারল্যান্ডে ফ্রি পড়াশোনা, মাসে পাবেন সোয়া লাখ টাকা (/showthread.php?tid=1206)



সুইজারল্যান্ডে ফ্রি পড়াশোনা, মাসে পাবেন সোয়া লাখ টাকা - Hasan - 02-07-2017

স্কলারশিপ নিয়ে সুইজারল্যান্ডে পড়াশোনার সুযোগ দেয়া হয়েছে। মাসে মাসে দেয়া হবে সোয়া লাখ টাকা। এছাড়া থাকছে আবাসনের সুযোগ। মাস্টার্স করার জন্য আগ্রহী শিক্ষার্থীদের থেকে আবেদন আহ্বান করা হয়েছে। সেখানকার ইউনিভার্সিটি অব লুসানে মেধার ভিত্তিতে স্কলারশিপ দেয়া হবে।

বিশ্ববিদ্যালয় পরিচিতি: ইউনিভার্সিটি অব লুসানে সুইজারল্যান্ডের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। ১৫৩৭ সালে বিশ্ববিদ্যালয়টি স্কুল অব থিওলজি হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৮৯০ সালে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। বর্তমানে প্রায় সাড়ে তের হাজার শিক্ষার্থী ও আড়াই হাজার গবেষক নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে।

কোর্স লেভেল: মাস্টার্স

যা পাবেন: নির্বাচিত শিক্ষার্থী প্রতিমাসে ১৬০০ সুইস ফ্রাঙ্ক আর্থিক সহায়তা পাবে। যা বাংলাদেশী টাকায় ১ লাখ ২৮ হাজার টাকা। এছাড়া আবাসন ও টিউশন ফি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। অন্যান্য সকল খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে।

ভাষাগত যোগ্যতা: শিক্ষার্থীকে অবশ্যই আইএলটিএস অথবা টোফেল এ উল্লেখযোগ্য স্কোর অর্জন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০১৬ সালের মধ্যে আবেদন করতে হবে।

এছাড়া স্কলারশিপ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন http://www.unil.ch/international/en/home/menuguid/futures-etudiantes/bourses-master-de-lunil.html