Forums.Likebd.Com
নিজেই বানান টিস্যুর ফুল - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: বিশেষ আয়োজন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=74)
+---- Forum: হাতে কলমে (http://forums.likebd.com/forumdisplay.php?fid=75)
+---- Thread: নিজেই বানান টিস্যুর ফুল (/showthread.php?tid=149)



নিজেই বানান টিস্যুর ফুল - Hasan - 01-09-2017

কত কিছু শিখতে ইচ্ছা করে শেখাতে ইচ্ছা করে। তাহলে আমরা আজকে চটপট শিখে নেই টিস্যুর ফুল বানানো। ঘর সাজাতে এই ফুলের জুড়ি নেই।



★ প্রয়োজনীয় উপকরণঃ



*যেকোনও রঙের ৫টি চারকোণা আকারের টিস্যু পেপার

*একটি ছোট বল

*কিছু প্লাস্টিক স্ট্যামেন্স

*ক্রাফটিং তার

*ফ্লোরাল টেপ



★ পদ্ধতিঃ








→ প্রথমে টিস্যু পেপারের ঠিক মাঝখানে বলটি রাখুন। তারপর বলটির ডান এবং বাম পাশের ২ কোণা থেকে মুড়িয়ে দিন। এমন ভাবে মুড়াবেন যেন বলটির অর্ধেক অংশ বাইরে বের হয়ে থাকে।




→ এরপর আস্তে করে বলটি বের করে নিন। উপরের নিয়ম অনুযায়ী বল দিয়ে আরও ৪টি পাপড়ি তৈরি করুন।




→ এবার প্রতিটা পাপড়ির ২টি মুড়ানো অংশের যেকোনো ১টি অংশ থেকে কিছুটা কেটে নিন এবং ৫টি পাপড়ি এক সঙ্গে জড়ো করুন। এই ৫ পাপড়ির মাঝে স্ট্যামেন্স স্থাপন করুন। স্ট্যামেন্স আমাদের কাছে সাধারণত ফুলের পরাগ হিসেবে পরিচিত। এটি ক্রাফটের দোকানেই পেয়ে যাবেন।




→ এখন এই ৬ টি উপাদান তার দিয়ে খুব শক্ত করে কয়েকটি প্যাঁচ দিয়ে পেঁচিয়ে নিন। এর উপর টেপ পেঁচিয়ে নিন কয়েক পরত যেন তার দেখা না যায়।




→ এবার ফুলটি নিয়ে সাজিয়ে দিন সুন্দর কোন ফুলদানিতে। চাইলে এভাবে ফুল বানিয়ে ফুলের তোড়াও বানিয়ে নিতে পারেন।