Forums.Likebd.Com
রক্তদান করা নিয়ে কিছু কথা না দেখলে মিস করবেন (Must See) - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: দৈনন্দিন জীবন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=34)
+---- Forum: লাইফ স্টাইল (http://forums.likebd.com/forumdisplay.php?fid=17)
+---- Thread: রক্তদান করা নিয়ে কিছু কথা না দেখলে মিস করবেন (Must See) (/showthread.php?tid=1683)



রক্তদান করা নিয়ে কিছু কথা না দেখলে মিস করবেন (Must See) - Maghanath Das - 02-19-2017

রক্তদান করা নিয়ে কিছু কথা না দেখলে মিস করবেন (Must
See)
রক্তদানের উপকারিতাঃ
১.প্রতি ৪মাস অন্তর রক্ত দিলে দেহে
নতুন BLOOD CELL সৃষ্টির
প্রবণতা বৃদ্ধি পায় ।
২.নিয়মিত রক্তদানের মাধ্যমে
হৃদরোগের ঝুঁকি কমে বলে
বিশেষজ্ঞরা মনে করেন।
৩. রক্তদানে শরীরের
কোন হ্মতি হয় না বরং
রোগ প্রতিরোধ হ্মমতা
অনেকগুণ বেড়ে যায় ।
৪.স্বেচ্ছায় রক্তদানের
মাধ্যমে আপনি জানতে পারেন
আপনার শরীরে রক্তবাহিত মারাত্মক
রোগ যেমনঃ হেপাটাইটিস-বি,এইডস,
সিফিলিস ইত্যাদির জীবাণু বহন
করছে কিনা।
৫. স্বেচ্ছায় রক্তদানে মানসিক প্রশান্তি আসে।
রক্তদানের মাধ্যমে একটি জীবন
বাঁচানো পৃথিবীর সর্বোচ্চ সেবার অন্তর্ভূক্ত ।
৬..রক্তদানে ধর্মীয় বিধিনিষেধ নাই ।
স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে আপনি হয়ত
কোন অর্থ পাবেন না তবে একটা
জিনিস অবশ্যই পাবেন তা হল
একজন মুমূর্ষ রোগীর দোয়া
যা কোটি টাকা বিনিময়েও পাওয়া সম্ভব নয় ।
৭. রক্তদানের মাধ্যমে গড়ে উঠবে আত্নার বাঁধন।