Forums.Likebd.Com
একটি বোতল থেকে কিভাবে আগুন জ্বালাবেন খুব সহজে। [Science] - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: পড়াশোনা (http://forums.likebd.com/forumdisplay.php?fid=113)
+--- Thread: একটি বোতল থেকে কিভাবে আগুন জ্বালাবেন খুব সহজে। [Science] (/showthread.php?tid=1710)



একটি বোতল থেকে কিভাবে আগুন জ্বালাবেন খুব সহজে। [Science] - Maghanath Das - 02-19-2017

একটি বোতল থেকে কিভাবে আগুন জ্বালাবেন খুব সহজে।
[Science]
আসসালামুআলাইকুম.
#সকলে আশা করি ভালো আছেন।
ভালো থাকারই কথা।
#কারণ ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে।
#যাই হোক আজকে এই পোষ্টটি টেকনলজি বিষয়ে না।
#আমি নিজেই এই পোষ্টটি লিখেছি অর্থাত পদার্থ বিজ্ঞান
বইয়ের নবম_দশম শ্রেণির বইয়ে পৃষ্ঠা:৮৩ তে পাবেন
পুরোটাই।
#যাই হোক ভাবলাম ট্রিকবিডিতে বিষয়টা শেয়ার করি তাই
আরকি..
#তো কিভাবে বোতল দিয়ে কাজটি করবেন জেনে নিন.আসলে
এটি বায়োমাস পদ্ধতি
যন্ত্রপাতি:গোবর,চাউলের তুষ,কাঠের গুড়া,প্লাস্টিক বা
কাচের বোতল,কর্ক নল।
কাজের ধারা:
1/বোতলের মধ্যে গোবর,তুষ,কাঠের গুড়োর মিশ্রণ ১:২
অনুপাতে নিবেন।
2/এবার নল লাগানো কর্ক দিয়ে বোতলের মুখ বন্ধ করে
দিন।
3/নলের মুখটিও কর্ক দিয়ে ভালো করে বন্ধ করে দিন।
4/বোতল ঘরের এক কোণে রেখে দিন।
5/দুই থেকে এক দিন পর নলের মুখের কর্ক সরালে দেখবেন
গ্যাস বের হচ্ছে কি না।
6/গ্যাস বের হলে নলের মুখে জ্বলন্ত দিয়াশলাই কাঠি ধরুন।
7/এবার দেখুন গ্যাসে আগুন জ্বলবে।
#আগুন জ্বালানোর সময় সাবধানে করবেন যদিও এই বিষয়ে
কিছু বলা নাই।
সকলকে ধন্যবাদ।
#আর এরকম আরও বিষয় কারো জানা থাকলে ট্রিকবিডিতে
শেয়ার করবেন।যাতে আরও কিছু জানতে পারি।
থাম্বনাইল মিল নাই এজন্য সরি।