Forums.Likebd.Com
ফোন প্রতিবার on করার পর App Show করতে দেরি করে কেন?কি এর সমাধান? - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: মোবাইল (http://forums.likebd.com/forumdisplay.php?fid=2)
+---- Thread: ফোন প্রতিবার on করার পর App Show করতে দেরি করে কেন?কি এর সমাধান? (/showthread.php?tid=1745)



ফোন প্রতিবার on করার পর App Show করতে দেরি করে কেন?কি এর সমাধান? - Maghanath Das - 02-19-2017

ফোন প্রতিবার on করার পর App Show করতে দেরি করে
কেন?কি এর সমাধান?
আসসালামু অলাইকুম
আশা করি সবাই ভাল আছেন?এবং ট্রিকবিডি এর সাথে
আছেন।আজ আমি হাজির হলাম একটু অন্য ধরনের পোস্ট
নিয়ে।
শুরুতে বলে রাখি এটা অনেকে হয়ত জানেন কিন্তু জারা জানেন
না শুধু তাদের জন্য। অনেক সময় হয় কি যে সারা রাত ফোন
অফ থাকার পর সকালে ফোন অন করলে অ্যাপ গুলো রেডি
হতে সময় লাগে বা একটু দেরি হয়।এর কারন হল আপনার
ফোনের অ্যাপ Stroge অর্থাৎ আপনার যেসব অ্যাপ SD
কার্ড এ সেভ করা থাকে তা প্রয়জনের তুলনাই অ্যাপ রেডি
হতে একটু বেশি সময় নেই।এবং এর ফলে অ্যাপ জদি ফোন এর
তুলনাই ভারি হয় তখন অনেক লেগ বা হ্যাং করতে পারে।
সমাধান
সমাধান জলের মত সহজ আপনার ফোন এর Stroge 8 GB+
হলে ভাল।তাহলে প্রায় 5 GB(cache,thum,data, বাদে)
ফাকা থাকতে পারে।বেশি Stroge ফাকা থাকলে সোব অ্যাপ
Internal এ রাখতে পারবেন।যদি Internal stroge কোম
থাকে তাহলে Internal এ যে সব অ্যাপ গুলো প্রয়োজনিয় ঐ
অ্যাপ গুলো রাখতে পারবেন।
যদি অ্যাপ Internal এ রাখেন তাহলে এই সমস্যা থাকবে না।
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই।
তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক
রাখবেন।
সবাইকে ধন্যবাদ।