Forums.Likebd.Com
ক্যালকুলেটর ছাড়াই ১০ সেকেন্ডে বর্গমূল বের করা - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: পড়াশোনা (http://forums.likebd.com/forumdisplay.php?fid=113)
+--- Thread: ক্যালকুলেটর ছাড়াই ১০ সেকেন্ডে বর্গমূল বের করা (/showthread.php?tid=1753)



ক্যালকুলেটর ছাড়াই ১০ সেকেন্ডে বর্গমূল বের করা - Maghanath Das - 02-19-2017

ক্যালকুলেটর ছাড়াই ১০ সেকেন্ডে বর্গমূল বের করা
শিরোনাম দেখে অনেকেই হয়তো ভাবছেন, মাত্র ১০ সেকেন্ডে
ক্যালকুলেটর ছাড়া কীভাবে যে কোনো সংখ্যার বর্গমূল বের
করা সম্ভব? বুদ্ধি খাটালে আসলে যে কোনো কিছুই সম্ভব।
চলুন তাহলে শিখে ফেলি, বর্গমূল বের করার চমৎকার একটি
ট্রিক। প্রথমে একটি ৩ অঙ্কের সংখ্যার কথা চিন্তা করি।
ধরি, ৫৭৬ সংখ্যাটির বর্গমূল বের করতে হবে। ক্যালকুলেটর
ছাড়া দ্রুত বের করা সম্ভব নাকি? মনে হয় না। এবার একটু
বুদ্ধি খাটিয়ে “সম্ভব না” কে “সম্ভব” বানিয়ে ফেলতে হবে।
বর্গমূল বের করার এই ট্রিক খাটানোর জন্য শুরুতেই
আমাদের ছোট সংখ্যাগুলোর বর্গের একটা লিস্ট বানিয়ে
ফেলতে হবে। লিস্টটি এরকমঃ
১২ = ০১
২২ = ০৪
৩২ = ০৯
৪২ = ১৬
৫২ = ২৫
৬২ = ৩৬
৭২ = ৪৯
৮২ = ৬৪
৯২ = ৮১
খেয়াল করলে দেখা যাবে, প্রতিটা সংখ্যার বর্গের শেষ
অঙ্কটি গাঢ় রঙে লেখা আছে। কারণ শেষ অঙ্কটিই আমাদের
ট্রিকের বেলায় কাজে লাগবে।
এবার, ৫৭৬ এর বর্গমূল বের করতে করতেই আমরা শিখে
ফেলবো ক্যালকুলেটর ছাড়াই কিভাবে দ্রুত বর্গমূল বের করা
যায়।
১) প্রথমে আমাদের প্রশ্নতে দেয়া সংখ্যার শেষ অঙ্কটি
নিয়ে কাজ করতে হবে। ৫৭৬ এর শেষ অঙ্কটা ৬; এবার ৬
অঙ্কটি আমাদের প্রথম লিস্টের কোন কোন সংখ্যার বর্গে
আছে, তা খুঁজে বের করি।
১২ = ০১
২২ = ০৪
৩২ = ০৯
৪২ = ১৬
৫২ = ২৫
৬২ = ৩৬
৭২ = ৪৯
৮২ = ৬৪
৯২ = ৮১
লিস্টে ৬ আছে দুইটি বর্গেঃ ১৬ আর ৩৬ এ। এদের বর্গমূল
যথাক্রমে ৪ এবং ৬
তাই আমাদের ফলাফল এর শেষ অঙ্কটা হবে ৪ অথবা ৬ ;
কোনটি হবে, সেটা আমরা পরের ধাপে বের করবো।
২) এবার আমাদের প্রশ্নের সংখ্যাটির শেষ দুটি অঙ্ক কেটে
দিতে হবে। এগুলোর কাজ শেষ। এখন শুধু প্রথম অঙ্ক নিয়ে
কাজ। ৫৭৬ এর শেষ দুটো অঙ্ক কেটে দিই। শুধু ৫ দিয়ে কাজ
করি।
আমাদের প্রথম লিস্টের কোন বর্গটি ৫ এর চেয়ে ছোট,
সেটির দিকে তাকাই।
১২ = ০১
২২ = ০৪
৩২ = ০৯
দেখা যাচ্ছে, ০৪ ই ৫ এর চেয়ে ছোট, কেননা এর পরের ধাপে
০৯ আছে, যা ৫ এর চেয়ে বড়, ওটা নেয়া যাবে না।
তাই ০৪ এর বর্গমূল ২ নিই। এটিই আমাদের ফলাফলের প্রথম
অঙ্ক।
৩) তাহলে আমাদের ফলাফল হবে ২৪ অথবা ২৬ ; শেষে ৪ হবে
নাকি ৬ হবে, তা কিন্তু আমরা এখনো জানি না। তাহলে
জেনে নিই, শেষে কী হবে।
৪) আমাদের ফলাফলের শেষের অঙ্কটি ছোটটি হবে (৪) নাকি
বড়টি হবে (৬), এটি জানার জন্য আমাদের ফলাফলের প্রথম
অঙ্কের অর্থাৎ ২ এর সাথে এর ক্রমিক সংখ্যাটিকে গুণ করতে
হবে। এবং গুণফলের সাথে প্রশ্নের সংখ্যাটির প্রথম অঙ্কটি
তুলনা করতে হবে।
প্রশ্নের প্রথম অঙ্ক গুণফলের চেয়ে ছোট হলে, শেষের
অঙ্কটাও ছোটটিই হবে আর প্রশ্নের প্রথম অঙ্ক গুণফলের
চেয়ে বড় হলে বড়টিই হবে ফলাফলের শেষ অঙ্ক।
এখন, ২ এর পরের ক্রমিক সংখ্যা কত? ৩ ; তাহলে ২X৩=৬ ;
এই ৬ এর চেয়ে আমাদের প্রশ্নের প্রথম অঙ্ক ৫ ছোট। তাই
ফলাফলের শেষ অঙ্ক হবে ৪ এবং ৬ এর মধ্যে ছোটটিই।
অর্থাৎ, ৪; তাই ফলাফল ২৪
এতদূর পড়ে হয়তো মনে হচ্ছে, কাজটা খুব কঠিন। কিন্তু
কাজটা আসলেও কঠিন না। কয়েকবার প্রাকটিস করলেই সহজ
লাগবে।
এবার একটা চার অঙ্কের সংখ্যা নিই। ধরি, ১৮৪৯ এর বর্গমূল
বের করতে হবে।
১) শেষ অঙ্কটি নিয়ে কাজ করি। শেষ অঙ্ক ৯; লিস্টের
কোন কোন সংখ্যার বর্গে ৯ আছে?
৩২ = ০৯
৭২ = ৪৯
তাই আমাদের ফলাফল এর শেষ অঙ্ক হবে ৩ অথবা ৭;
২) এখন ১৮৪৯ এর শেষ দুটো অঙ্ক কেটে দিই। শুধু প্রথম দুটি
অঙ্ক থাকেঃ ১৮; এই ১৮ নিয়ে কাজ করতে হবে।
১৮ এর চেয়ে ছোট কোন বর্গসংখ্যাটি আছে লিস্টে, একটু
দেখিঃ
১২ = ০১
২২ = ০৪
৩২ = ০৯
৪২ = ১৬
৫২ = ২৫
২৫ যেহেতু ১৮ এর চেয়ে বড় এবং ১৬ ছোট। তাই ১৬ এর
বর্গমূল ৪ নিই। এই ৪ আমাদের ফলাফলের প্রথম অঙ্ক।
৩) তাহলে আমাদের ফলাফল ৪৩ অথবা ৪৭; কোনটা নিবো?
প্রথম অঙ্ক ৪, এর ক্রমিক সংখ্যা ৫; গুণ করে পাইঃ ৪X৫ =
২০
প্রশ্নের প্রথম দুই অঙ্ক ১৮ কিন্তু ২০ এর চেয়ে ছোট। তাই
শেষ অঙ্কটিও নিবো ছোট। অর্থাৎ, ৩ এবং ৭ এর মধ্যে
ছোট ৩; তাই ফলাফল ৪৩
এভাবে যে কোনো সংখ্যার (যার বর্গমূল একটি পূর্ণসংখ্যা)
বর্গমূল বের করা সম্ভব।
আশা করি, দুইটি উদাহরণের মাধ্যমে বুঝতে সহজ হলো।
এবার ২০২৫ এবং ৩৩৬৪ সংখ্যা দুটির বর্গমূল মুখে মুখে এই
পদ্ধতিতে বের করার দায়িত্ব পাঠকের হাতে ছেড়ে দিলাম।