Forums.Likebd.Com
এক্সাম হলে প্রশ্ন পাওয়ার পর ছাত্রদের মনের কিছু কথা… - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: পড়াশোনা (http://forums.likebd.com/forumdisplay.php?fid=113)
+--- Thread: এক্সাম হলে প্রশ্ন পাওয়ার পর ছাত্রদের মনের কিছু কথা… (/showthread.php?tid=1773)



এক্সাম হলে প্রশ্ন পাওয়ার পর ছাত্রদের মনের কিছু কথা… - Maghanath Das - 02-19-2017

এক্সাম হলে প্রশ্ন পাওয়ার পর ছাত্রদের মনের কিছু কথা…
ভালো ছাত্ররা-
ফার্স্ট বয়ঃ এত সোজা প্রশ্ন কেউ করে,
সবাই তো ভালো করবে। ফার্স্ট আর থাকা
হলো না।
সেকেন্ড বয়ঃ বাহ সব তো কমন। শালা
ফার্স্ট বয় এত লেখে ক্যান, ঈশ্বর ওর কলমডা
ভাইংগা দাও।
থার্ড বয়ঃ আরে আজ তো অনেক লিখতে
হবে। আজকে এক মিনিট সময় ও ব্যয় করা
যাবে না। মুতার চাপ দিলেও বাহিরে
যাওয়া যাবে না।
.
মাঝের সারির ছাত্ররা-
১ম জনঃ বাহ এক রাত পইরাই দেখি পাশ
মার্ক কমন পরছে।
২য় জনঃ ওই বেডা সাফিক দেখতো
কোনটা কোনটা পারছ।
৩য় জনঃ এইডা কিচ্ছু অইল! পড়লাম ৮ অধ্যায়
পর্যন্ত, এখন দেখি এগারো অধ্যায়ের প্রশ্ন
দিয়া রাখছে, ধুরর।
.
যারা খারাপ ছাত্র-
১ম জনঃ কখন যে এক ঘন্টা যাইবো এই
দোজখে আর ভাল লাগতাছে না।
২য় জনঃ পরীক্ষার হল থেকে বের হয়ে
ফেসবুকে স্ট্যাটাস টা কি দেওয়া যায়
একটু চিন্তা করি।
৩য় জনঃ স্যার কি আজকাল গাজা
টানতাছে নাকি? এসব কি হিব্রু ভাষায়
প্রশ্ন করছে?