অনাবৃষ্টি - রবীন্দ্রনাথ ঠাকুর - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: কবিতা সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=54) +---- Forum: রূপক কবিতা (http://forums.likebd.com/forumdisplay.php?fid=56) +---- Thread: অনাবৃষ্টি - রবীন্দ্রনাথ ঠাকুর (/showthread.php?tid=1801) |
অনাবৃষ্টি - রবীন্দ্রনাথ ঠাকুর - Maghanath Das - 02-19-2017 প্রাণের সাধন কবে নিবেদন করেছি চরণতলে, অভিষেক তার হল না তোমার করুণ নয়নজলে। রসের বাদল নামিল না কেন তাপের দিনে। ঝরে গেল ফুল মালা পরাই নি তোমার গলে। মনে হয়েছিল, দেখেছি করুণা আঁখির পাতে- উড়ে গেল কোথা শুকনো যূথীর সাথে। যদি এ মাটিতে চলিতে চলিতে পড়িত তোমার দান এ মাটি লভিত প্রাণ, একদা গোপনে ফিরে পেতে তারে অমৃত ফলে। |