আজু সখি মুহু মুহু - রবীন্দ্রনাথ ঠাকুর - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: কবিতা সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=54) +---- Forum: রূপক কবিতা (http://forums.likebd.com/forumdisplay.php?fid=56) +---- Thread: আজু সখি মুহু মুহু - রবীন্দ্রনাথ ঠাকুর (/showthread.php?tid=1807) |
আজু সখি মুহু মুহু - রবীন্দ্রনাথ ঠাকুর - Maghanath Das - 02-19-2017 আজু সখি , মুহু মুহু গাহে পিক কুহু কুহু , কুঞ্জবনে দুঁহু দুঁহু দোঁহার পানে চায় । যুবনমদবিলসিত পুলকে হিয়া উলসিত , অবশ তনু অলসিত মূরছি জনু যায় । আজু মধু চাঁদনী প্রাণউনমাদনী , শিথিল সব বাঁধনী , শিথিল ভই লাজ । বচন মৃদু মরমর, কাঁপে রিঝ থরথর , শিহরে তনু জরজর কুসুমবনমাঝ । মলয় মৃদু কলয়িছে , চরণ নহি চলয়িছে , বচন মুহু খলয়িছে , অঞ্চল লুটায় । আধফুট শতদল বায়ুভরে টলমল আঁখি জনু ঢলঢল চাহিতে নাহি চায় । অলকে ফুল কাঁপয়ি কপোলে পড়ে ঝাঁপয়ি , মধু-অনলে তাপয়ি , খসয়ি পড়ু পায় । ঝরই শিরে ফুলদল , যমুনা বহে কলকল , হাসে শশি ঢলঢল — ভানু মরি যায় । |