খাঁটি সোনা - সত্যেন্দ্রনাথ দত্ত - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: কবিতা সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=54) +---- Forum: দেশাত্মবোধক কবিতা (http://forums.likebd.com/forumdisplay.php?fid=59) +---- Thread: খাঁটি সোনা - সত্যেন্দ্রনাথ দত্ত (/showthread.php?tid=1813) |
খাঁটি সোনা - সত্যেন্দ্রনাথ দত্ত - Maghanath Das - 02-19-2017 মধুর চেয়ে আছে মধুর সে এই আমার দেশের মাটি আমার দেশের পথের ধূলা খাঁটি সোনার চাইতে খাঁটি। চন্দনেরি গন্ধভরা, শীতল করা, ক্লান্তি-হরা যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতেই শীতল পাটি। শিয়রে তার সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় হেসে, নিদ-মহলে জ্যোৎস্না নিতি বুলায় পায়ে রূপার কাঠি। নাগের বাঘের পাহারাতে হচ্ছে বদল দিনে রাতে, পাহাড় তারে আড়াল করে সাগর সে তার ধোয়ায় পা'টি। নারিকেলের গোপন কোষে অন্ন-পানী’ যোগায় গো সে, কোল ভরা তার কনক ধানে আটটি শীষে বাঁধা আঁটি। মধুর চেয়ে আছে মধুর সে এই আমার দেশের মাটি। |