আমার বন্ধু বিনোদিয়ারে - জসীমউদ্দীন - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: কবিতা সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=54) +---- Forum: মানবতাবাদী কবিতা (http://forums.likebd.com/forumdisplay.php?fid=62) +---- Thread: আমার বন্ধু বিনোদিয়ারে - জসীমউদ্দীন (/showthread.php?tid=1824) |
আমার বন্ধু বিনোদিয়ারে - জসীমউদ্দীন - Maghanath Das - 02-19-2017 আমার বন্ধু বিনোদিয়ারে প্রাণ বিনোদিয়া; আমি আর কতকাল রইব আমার মনেরে বুঝাইয়ারে; প্রাণ বিনোদিয়া। কি ছিলাম, কি হইলাম সইরে, কি রূপ হেরিয়া, আমি নিজেই যাহা বুঝলাম না সই, কি কব বুঝাইয়ারে; প্রাণ বিনোদিয়া। চোখে তারে দেখলাম সইরে! পুড়ল তবু হিয়া, আমার নয়নে লাগিলে আনল নিবাইতাম কাঁদিয়ারে; প্রাণ বিনোদিয়া। মরিব মরিব সইরে যাইব মরিয়া, আমার সোনা বন্ধুর রূপ দিও গরলে গুলিয়ারে; প্রাণ বিনোদিয়া। আগে যদি জানতাম বন্ধু যাইবা ছাড়িয়া, আমি ছাপাইয়া রাখতাম তোমার পাঁজর চিরিয়ারে; প্রাণ বিনোদিয়া। |