Forums.Likebd.Com
ও মোহন বাঁশী - জসীমউদ্দীন - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: কবিতা সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=54)
+---- Forum: মানবতাবাদী কবিতা (http://forums.likebd.com/forumdisplay.php?fid=62)
+---- Thread: ও মোহন বাঁশী - জসীমউদ্দীন (/showthread.php?tid=1829)



ও মোহন বাঁশী - জসীমউদ্দীন - Maghanath Das - 02-19-2017

ও মোহন বাঁশী!
বাজাও বাজাওরে কানাই!
ধীরে অতি ধীরে;
আমি জল আনিতে যমুনাতে,
ও বাঁশী শুনব ফিরে ফিরেরে কানাই!
ধীরে অতি ধীরে।
কলসী ভরার ছলে,
তোমার ছায়া দেখব জলেরে কানাই!
আমি হারায়ে পায়ের নূপুর,
ও ঘরে নাহি যাব ফিরেরে কানাই।
ধীরে অতি ধীরে।
তোমার বাঁশীর স্বরে
যদি কলসীর জল নড়েরে,
তারে ঘুম পাড়াবরে,
কাঁকণ বাজাইয়া করেরে কানাই!
আমি কেমনে মানাব আমার
নয়নের নীরের কানাই!
ধীরে অতি ধীরে।