Forums.Likebd.Com
এই কৌশলে জেনে নিন ফেসবুকে কে আপনাকে আনফ্রেন্ড করল - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: অন্যান্য ও মজা (http://forums.likebd.com/forumdisplay.php?fid=9)
+---- Forum: ফেসবুকীয় লেখা (http://forums.likebd.com/forumdisplay.php?fid=87)
+---- Thread: এই কৌশলে জেনে নিন ফেসবুকে কে আপনাকে আনফ্রেন্ড করল (/showthread.php?tid=1854)



এই কৌশলে জেনে নিন ফেসবুকে কে আপনাকে আনফ্রেন্ড করল - Maghanath Das - 02-20-2017

এই কৌশলে জেনে নিন ফেসবুকে কে আপনাকে আনফ্রেন্ড
করল
ফেসবুক বন্ধুত্ব তৈরির অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। কিন্তু
কখনও কখনও ফেসবুক-বন্ধুত্বও তৈরি করে তিক্ততা। সে
ক্ষেত্রে অপছন্দের বন্ধুকে আনফ্রেন্ড করাটাই বুদ্ধিমানের
কাজ। সে রকম ভাবে আপনিও ফেসবুকে কারো অপছন্দের
তালিকায় পড়ে যেতে পারেন।
সে ক্ষেত্রে আপনাকেও আপনার কোনও ফেসবুক-বন্ধু
আনফ্রেন্ড করে দিতে পারেন। ফেসবুক কিন্তু এ সমস্ত
ক্ষেত্রে আপনাকে কোনও নোটিফিকেশন পাঠায় না। তা হলে
অজস্র বন্ধুর মধ্যে কে আপনাকে হঠাৎ আনফ্রেন্ড করল, তা
জানার উপায় কী? উপায় অতি সহজ। জেনে নিন-
১. গুগল ক্রোম খুলুন।
২. ডান দিকের উপরের কোণের তিনটি ডট-এ ক্লিক করে
‘সেটিংস’ অপশন-এ যান।
৩. ‘এক্সটেনশনস’-এ ক্লিক করুন।
৪. পেজ-এর এক দম নীচে ‘গেট মোর এক্সটেনশনস’-এ ক্লিক
করুন।
৫. সার্চ বক্স-এ লিখুন ‘আনফ্রেন্ড ফাইন্ডার’(‘unfriend
finder’)।
৬. সার্চ রেজাল্ট-এ ঠিক অপশনটির পাশে ‘অ্যাড টু ক্রোম’
অপশনটিকে সিলেক্ট করুন। এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে
আপনার ব্রাউজারে।
৭. এ বার ক্রোম ব্যবহার স্বাভাবিক ভাবে ফেসবুক-এ লগ
ইন করুন।
৮. একেবারে ডান দিকের উপরের কোণে আনফ্রেন্ড
ফাইন্ডারের আইকনটিতে ক্লিক করুন। এই এক্সটেনশন
দেখিয়ে দেবে, কে আপনাকে আনফ্রেন্ড করেছেন। এমনকী
নতুন কেউ আপনাকে আনফ্রেন্ড করলেই আপনার কাছে
নোটিফিকেশন চলে আসবে।
তবে এই এক্সটেনশন কেবল মাত্র গুগল ক্রোমের ডেস্কটপ
ভার্সনেই কাজ করবে। মোবাইলে এই কৌশলে এক্সটেনশন
অ্যাড করা যাবে না।