Forums.Likebd.Com
কিভাবে একটা ফেসবুক প্রোফাইল কে ফেসবুক পেজে কনভার্ট করবেন জেনে নিন..? - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: ফেসবুক (http://forums.likebd.com/forumdisplay.php?fid=4)
+---- Thread: কিভাবে একটা ফেসবুক প্রোফাইল কে ফেসবুক পেজে কনভার্ট করবেন জেনে নিন..? (/showthread.php?tid=1877)



কিভাবে একটা ফেসবুক প্রোফাইল কে ফেসবুক পেজে কনভার্ট করবেন জেনে নিন..? - Maghanath Das - 02-20-2017

কিভাবে একটা ফেসবুক প্রোফাইল কে ফেসবুক পেজে কনভার্ট
করবেন জেনে নিন..?
আজকে আপনাদের সাথে আলোচনা করবো
কি করে একটা ফেসবুক প্রোফাইল কে
ফেসবুক পেজে কনভার্ট করবেন।
হয়ত বা পোস্ট টি এর আগে শেয়ার করা হয়েছে তার পর ও
আমি বিস্তারিত সহকারে পোস্ট করলাম
প্রথমে এর কিছু শুবিধা অসুবিধা নিয়ে
আলোচনা করব।
এর শুবিধা সমুহ→
আপনার আইডি তে যত ফ্রেন্ড থাকবে
পেইজে রুপান্তরের পর তত লাইক
থাকবে। ফলে সহজেই একটা পেজে
অনেক লাইক পেলেন। কেননা নতুন
একটা পেইজ খুলে লাইক পাওয়য়া সহজ
নয়।
অসুবিধা→
সব ডাটা মুছে যেতে পারে।
পুনারায় আর ব্যাক করা সম্ভব না
তাহলে নিজেই চিন্তা করে ভেবে দেখুন কি
করবেন। যারা তারপর্ ও upgrade করতে চান
তারা নিচের নিয়ম মেনে কাজ করুন।
আপনার যদি একের অধিক ফেসবুক প্রোফাইল
থাকে এবং আপনি যদি চান যে একটা
প্রোফাইল রেখে অন্যটি পেজে কনভার্ট
করবেন তাহলে এ টিউন টি আপনার জন্য।
আপনি চাইলে আপনার ব্যাবসা বা অন্য কোন
কিছুর নামেও করতে পারেন। এক্ষেত্রে ঐ
প্রোফাইল এর সকল ফ্রেন্ড তখন ঐ পেজের
ফ্যান এ কনভার্ট হয়ে যাবে।
যাহোক কাজের কথায় আসি। প্রথমে যে
প্রোফাইল টি কনভার্ট করবেন সেটিতে
লগিন করুন। তবে একটা কথা মনে রাখবেন
আর সেটি হল যে নামে পেজটি করবেন তার
আগে অবশ্যই প্রোফাইল এর নাম ঐ নামে
করে রাখবেন কারন পেজে কনভার্ট করার
সময় আপনার প্রোফাইল যে নামে থাকবে
সেই নামেই পেজ এর নাম হবে সেটি
পরিবর্তন করতে পারবেন না। প্রোফাইল এর
নাম পরিবর্তন করার সময় সাবধানতার সাতে
করবেন কারন একবার নাম পরিবর্তন করলে
৬০ দিনের আগে আর পরিবর্তন করতে
পারবেন না। তবে যদি প্রোফাইল এর ফ্রেন্ড
সংখ্যা ২০০ এর কম থাকে তাহলে পেজে
কনভার্ট করার পরেও পেজের নাম পরিবর্তন
করতে পারবেন।
এখন ঐ প্রোফাইল এ লগিন অবস্থায় নিছের
লিঙ্কে যান।
https://www.facebook.com/pages/create.php?
migrate
এরপর যে কোন একটা ক্যাটেগরি নির্বাচন
করুন।
এরপর এখানে একটা ক্যাটেগরি নির্বাচন
করে Get Started বাটন এ ক্লিক করুন।
এখন যেসব তথ্য চায় সেসব তথ্য দিন বাস
কাজ শেষ।
আপনি চাইলে এই প্রোফাইল এর ইউজারনেম
এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করে এই পেজ
ম্যানেজ করতে পারেন অথবা setting>Page
Roles এ গিয়ে আপনি যাকে অ্যাডমিন
বানাতে চান তার ইমেইল অ্যাড করে নিন
এবং তার অ্যাক্সেস যেন Admin হয়।
ব্যাস এখন থেকে আপনি এই পেজকে যে
প্রোফাইল কে অ্যাক্সেস দিবেন সেখান
থেকে ম্যানেজ করতে করতে পারবেন। সবাই
ভাল থাকবেন।