Forums.Likebd.Com
দুইটি ফেসবুক পেজের ফ্যানকে একসাথে যোগ করবেন যেভাবে ! - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: ফেসবুক (http://forums.likebd.com/forumdisplay.php?fid=4)
+---- Thread: দুইটি ফেসবুক পেজের ফ্যানকে একসাথে যোগ করবেন যেভাবে ! (/showthread.php?tid=1891)



দুইটি ফেসবুক পেজের ফ্যানকে একসাথে যোগ করবেন যেভাবে ! - Maghanath Das - 02-20-2017

দুইটি ফেসবুক পেজের ফ্যানকে একসাথে যোগ করবেন
যেভাবে !
সকল বন্ধুদের অগ্রিম ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভাল
আছেন। । যদিও অনেকে হয়তো জানেন তবে যারা জানেন না
তাদের জন্য। আমাদের অনেকের হয়তো একই নামে অনেক
পেজ থাকে। আপনি চাইলে এই পেজ কে একসাথে (Merge)
করতে পারেন। এতে দুই পেজের ফ্যান এক সাথে যোগ হবে।
তবে দুইটি পেজকে এক সাথে যোগ করতে কিছু শর্ত আছে।
অবশ্যই পেজের নাম একই হতে হবে অথবা নামের সাথে মিল
থাকতে হবে। অবশ্যই একই নাম থাকতে হবে তবে নামের মধ্যে
স্পেস থাকতে পারে অথবা একই নাম কিন্তু নামের শেষে ডট
থাকতে পারে ইত্যাদি। যাই হোক এখন কাজের কথায় আসি।
★প্রথমে যে পেজকে মার্জ বা ভেঙ্গে অন্য পেজের সাথে
অ্যাড করবেন সেই পেজের setting এ প্রবেশ করুন। তবে
অবশ্যই আপনাকে পেজের অ্যাডমিন হতে হবে নতুবা এই কাজ
করতে পারবেন না।
★এখন এক বারে শেষে দেখুন Merge Pages নামে একটা
অপশন আছে ঐখানে ক্লিক করুন।
★এরপর Merge Duplicate Pages এ ক্লিক করুন। যে
পেজে অ্যাড করতে চান বা যে পেজ রাখতে চান সেই পেজ
সিলেক্ট করুন। দ্বিতীয় অপশন এ আপনি যে পেজকে
ভাংতেচান বা যে পেজকে merge করতে চান সেইটিসিলেক্ট
করুন।
★সবশেষে Merge Pages এ ক্লিক করুন।আপনার কাজ
শেষ। যদি নাম একই হয় তাহলে Merge হয়ে যাবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।