Forums.Likebd.Com
সাবধান, যে ৮টি কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে! - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: ফেসবুক (http://forums.likebd.com/forumdisplay.php?fid=4)
+---- Thread: সাবধান, যে ৮টি কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে! (/showthread.php?tid=1901)



সাবধান, যে ৮টি কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে! - Maghanath Das - 02-20-2017

সাবধান, যে ৮টি কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে
যেতে পারে!
ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে সবাই মেতে
থাকে। তবে ক’জনেই বা নিয়ম জানে।
ফেসবুক অ্যাকাউন্টের উপরে অনেক
বিধি-নিষেধও আছে, যা না মানলে
বন্ধ হয়ে যেতে পারে আপনার ফেসবুক।
জেনে নিন, কোন কোন কারণে আপনার
ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে—
১. আপনি স্ট্যাটাস কিংবা মেসেজে
কোনো আক্রমণাত্মক ভাষা ব্যবহার
করলে এবং কেউ রিপোর্ট করলে ফেসবুক
অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।
২. আপনি প্রতিদিন একই মেসেজ বন্ধু-
বান্ধবদের বারবার পোস্ট করলে
অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। একই
বার্তা বারবার দিতে চাইলে
কনটেন্টে কিছু না কিছু বদল আনা
দরকার।
৩. একদিনেই বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট
পাঠালে ফেসবুক সতর্ক করে। তারপরও
পাঠাতে থাকলে অ্যাকাউন্ট বন্ধ করে
দেয়া হতে পারে।
৪. আপত্তিকর ছবি ও ভিডিও আপলোড
করার জন্য ফেসবুক অ্যাকাউন্ট বাতিল
হতে পারে।
৫. আপনার ফেসবুক ওয়ালে যদি আপনি
একই পোস্ট বারবার করেন তবে
সেটিকে স্প্যাম হিসেবে বিবেচনা
করে সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে
পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট।
৬. আপনি যদি নিজের নামের
পরিবর্তে সেলিব্রেটি বা অন্য
কারোর নাম ব্যবহার করেন তাহলে
অভিযোগ পাওয়ার ভিত্তিতে আপনার
অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।
৭. ‘ফেক অ্যাকাউন্ট’ বা মিথ্যা তথ্য
দিয়ে খোলা আইডি ফেসবুক সমর্থন করে
না। শনাক্ত করতে পারলেই তা বন্ধ করে
দেয়া হয়।
৮. আপনার প্রোফাইল শুধুই বিজ্ঞাপনের
জন্য ব্যবহার করা হলে বন্ধ হয়ে যেতে
পারে সেই অ্যাকাউন্ট।