Forums.Likebd.Com
কি ভাবে ইমেইল অথবা ফোন নম্বর ছাড়া ফেসবুক আইডিতে লগইন করবেন। - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: ফেসবুক (http://forums.likebd.com/forumdisplay.php?fid=4)
+---- Thread: কি ভাবে ইমেইল অথবা ফোন নম্বর ছাড়া ফেসবুক আইডিতে লগইন করবেন। (/showthread.php?tid=1936)



কি ভাবে ইমেইল অথবা ফোন নম্বর ছাড়া ফেসবুক আইডিতে লগইন করবেন। - Maghanath Das - 02-20-2017

কি ভাবে ইমেইল অথবা ফোন নম্বর ছাড়া ফেসবুক আইডিতে
লগইন করবেন।
এমন লোক এই যুগে হয়ত খুব কমই আছেন। আজ
দেখাবো কি ভাবে ফেসবুক আইডিতে ইমেইল অথবা মোবাইল
নম্বর ছাড়া লগইন করবেন। বিষয়টি হয়ত অনেকেই জানেন
তারপরও যারা জানেন না তারা দেখেনিন। ফেসবুকে লগইন
করতে প্রথম বক্সে যেইটা দিয়ে আপনার ফেসবুক Account
খুলেছেন সেই ইমেইল অথবা মোবাইল নম্বর দিতে হয়। আর
একটা বক্সে পাসওয়ার্ড দিতে হয়। তারপর লগইন করতে হয়।
আপনি চাইলে এই ইমেইল অথবা মোবাইল নম্বর দেওয়ার
বক্সে আপনার “USER NAME” দিয়েও লগইন করতে পারেন।
যেমন আমার User Name:
“Nowagish” তো আমি ওই বক্সে আমার ইমেইল অথবা
মোবাইল নম্বর না দিয়ে শুধু Nowagish দিয়ে আর
Password এর ঘরে
পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারি। কি ভাবে USER NAME
পাবো ?
আপনার প্রফাইলের About এ দেখুন Contact
Info তে FacebooK: /UserName দেওয়া আছে। /
এই চিহ্নের পরের টুকাই আপনার User Name.
এখন কথা হইলো প্রফাইল সম্পূর্ণ আপডেট
করা না থাকার কারনে অনেকের User
Name দেওয়া থাকেনা। User Name না
থাকলে দেখে নিন কি ভাবে সেট
করবেন ইউজার নেম। তবে সাবধান। এটি
দুইবারের বেশি পরিবর্তন করা যায় না।
আর এই ক্ষেত্রে কম্পিউটার থেকে
করতে হবে। প্রথমে Account Settings এ গিয়ে
General এ গেলে দেখবেন দ্বিতীয়
ধাপে Username আছে ডন পাশের Edit এ
ক্লিক করুন। এবার Username এর বক্সে যে
Username দিতে চান সেইটা দিয়ে Save
Changes এ ক্লিক করুন। ব্যাস কাজ শেষ।
বুঝতে না পারলে চিত্র দেখুন।