পাঠকের প্রশ্ন: বিয়ে রেজিস্ট্রেশন ঠিকভাবে হয়েছে কী না তা বোঝার উপায় কী? - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: দৈনন্দিন জীবন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=34) +---- Forum: প্রশ্ন-উত্তর (http://forums.likebd.com/forumdisplay.php?fid=122) +---- Thread: পাঠকের প্রশ্ন: বিয়ে রেজিস্ট্রেশন ঠিকভাবে হয়েছে কী না তা বোঝার উপায় কী? (/showthread.php?tid=1950) |
পাঠকের প্রশ্ন: বিয়ে রেজিস্ট্রেশন ঠিকভাবে হয়েছে কী না তা বোঝার উপায় কী? - Hasan - 02-20-2017 পাঠকের প্রশ্ন: আমি কাজী অফিসে গিয়ে বিয়ে করি। এরপর কোর্ট থেকে এফিডেভিট করাই এবং এফিডেভিট কপি হাতে পাই। কিন্তু আমার বিয়েটি রেজিস্টার্ড হয়েছে কী না তা বুঝতে পারছি না। কীভাবে বুঝবো আমার বিয়েটা রেজিস্টার্ড হয়েছে কী না? প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে পাঠিয়েছেন: নাম প্রকাশে অনিচ্ছুক একজন তরুণী। চাইলে আপনিও যেকোনো প্রশ্ন করতে পারেন আমাদের কাছে। আর নিজের নাম গোপন রাখতে চাইলে প্রশ্ন পাঠাতে পারেন পেজের ইনবক্সে, সঙ্গে লিখে দিতে হবে ‘নাম প্রকাশে অনিচ্ছুক’। আপনার প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর। আপনার জন্যই অপেক্ষায় আছি আমরা। RE: পাঠকের প্রশ্ন: বিয়ে রেজিস্ট্রেশন ঠিকভাবে হয়েছে কী না তা বোঝার উপায় কী? - Hasan - 02-20-2017 বিশেষজ্ঞের উত্তর: এফিডেভিট এর কপি পাওয়া মানেই কিন্তু বিয়ে নয়। এটি একটি ঘোষণা মাত্র। মুসলিম আইন অনুসারে বিয়ে একটি চুক্তি এবং এই চুক্তি রেজিস্টার্ড কাবিনমূলে বিয়ে হওয়ার মাধ্যমে নিশ্চিত হয়। আপনি যেই কাজী অফিসে বিয়ে করেছেন সেই কাজী অফিসে গিয়ে বিয়ের তারিখ এবং বর ও কনের নাম বললেই তারা আপনাকে বিয়ের কাবিননামার একটি কপি সরবরাহ করবেন। সেই কাবিননামার কপিতেই বিয়ের বিস্তারিত তথ্যাদি লেখা থাকবে। যার মাধ্যমে আপনি বিয়েটি রেজিস্টার্ড কী না নিশ্চিত হতে পারবেন। বর্তমানে প্রচলিত আইন অনুসারে সকল মুসলিম বিয়ে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। ধন্যবাদ পরামর্শ দিয়েছেন : খন্দকার হাসান শাহরিয়ার এডভোকেট বাংলাদেশ সুপ্রীম কোর্ট |