Forums.Likebd.Com
পাঠকের প্রশ্ন: নিজেদের জমি দখলে নিতে পারছি না, কী করব? - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: দৈনন্দিন জীবন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=34)
+---- Forum: প্রশ্ন-উত্তর (http://forums.likebd.com/forumdisplay.php?fid=122)
+---- Thread: পাঠকের প্রশ্ন: নিজেদের জমি দখলে নিতে পারছি না, কী করব? (/showthread.php?tid=1953)



পাঠকের প্রশ্ন: নিজেদের জমি দখলে নিতে পারছি না, কী করব? - Hasan - 02-20-2017

পাঠকের প্রশ্ন: আমার দাদার নামে এসএ রেকর্ড আছে কিন্তু আমরা দখলে যেতে পারছি না। দাদা বিক্রি করেনি। দাদা মারা যাবার পর আমরা আর দখলে যেতে পারছি না। যারা বর্তমানে দখলে আছে তারা বলে জমি তাদের। এখন কী করা দরকার?

প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে পাঠিয়েছেন: নাম প্রকাশে অনিচ্ছুক একজন।


RE: পাঠকের প্রশ্ন: নিজেদের জমি দখলে নিতে পারছি না, কী করব? - Hasan - 02-20-2017

বিশেষজ্ঞের উত্তর: সিএস রেকর্ডের পর এসএ এবং আরএস রেকর্ড হয়েছে। বর্তমানে সিটি জরিপ বা বিএস জরিপ অনেক এলাকায় চলছে। আপনি কোন এলাকায় আছেন এবং সেখানে বর্তমানে কোন জরিপ চলমান সেটা জানালে ভাল হতো। আপনার দাদা যদি ক্রয়সূত্রে জমির মালিক হয়ে থাকেন এবং নিজের নামে নামজারি করে থাকেন তাহলে এসএ রেকর্ড পরবর্তী রেকর্ড সংশোধনের জন্য দেওয়ানি আদালতে আপনাকে অতি দ্রুত মামলা দায়ের করতে হবে। ধন্যবাদ

পরামর্শ দিয়েছেন :

খন্দকার হাসান শাহ‌রিয়ার

এড‌ভো‌কেট

বাংলা‌দেশ সুপ্রীম কোর্ট