এবার ‘স্মার্ট’ হলো ল্যান্ড ফোন! - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: বিশেষ আয়োজন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=74) +---- Forum: হাতে কলমে (http://forums.likebd.com/forumdisplay.php?fid=75) +---- Thread: এবার ‘স্মার্ট’ হলো ল্যান্ড ফোন! (/showthread.php?tid=1968) |
এবার ‘স্মার্ট’ হলো ল্যান্ড ফোন! - Maghanath Das - 02-20-2017 এবার ‘স্মার্ট’ হলো ল্যান্ড ফোন! . এখন স্মার্টফোনের যুগ। সকলের হাতেই স্মার্টফোনের ছড়াছড়ি। মোবাইল সংযোগদাতা কম্পানিগুলোর কল্যাণে কলরেটও অনেকটাই হাতের নাগালে। তাই সাধারণত অফিসেই ব্যবহৃত হয় ল্যান্ড ফোন। বাড়িতে একসময় এর বহুল চল থাকলেও আজ আর সে সব কিছুই নেই। বলতে গেলে ল্যান্ড ফোন ধীরে ধীরে বাতিলের খাতায় চলে যাচ্ছে। . তবে এই 'অচল' গ্যাজেটকে নতুন রূপে হাজির করছে ইসটেক সিস্টেমস ইনকরপোরেশন। এই সংস্থাটি এমন একটি ল্যান্ড ফোন বাজারে আনছে যা স্মার্টফোনের চেয়ে কোনো অংশে কম নয়। এই ল্যান্ড স্মার্টফোনে ৭ ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে। আলাদা করে কোনো কিবোর্ড বা নাম্বারপ্যাড নেই। সব কিছুই টাচস্ক্রিনের মাধ্যমে অপারেট করা যাবে। শুধুমাত্র ফোন নয়, তার সঙ্গে টেলি কনফারেন্স, ভয়েস মেইল ইত্যাদি অপারেট করা যাবে। সব থেকে বড় যে ফিচার তা হল অ্যান্ড্রয়েড বা আইফোন/ আইপ্যাড ডিভাইস থেকে আপনি ফোনবুক ট্রান্সফার করতে পারবেন। চাইলে নতুন করে সেভও করতে পারেন। ফেভারিট থেকে গ্রুপ তৈরি করে চট করে ফোন করার অপশনও রয়েছে এই ফোনে। এককথায়, অফিসের টেবলের ওপর সম্পূর্ণ নতুন একটি আধা-স্মার্টফোন আপনার হাতের নাগালে নিয়ে আসবে |