এবার হবে চালকবিহীন গাড়ির রেস, প্রস্তুত গাড়ি - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: বিশেষ আয়োজন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=74) +---- Forum: হাতে কলমে (http://forums.likebd.com/forumdisplay.php?fid=75) +---- Thread: এবার হবে চালকবিহীন গাড়ির রেস, প্রস্তুত গাড়ি (/showthread.php?tid=1972) |
এবার হবে চালকবিহীন গাড়ির রেস, প্রস্তুত গাড়ি - Maghanath Das - 02-20-2017 এবার হবে চালকবিহীন গাড়ির রেস, প্রস্তুত গাড়ি . রোবোরেস নামে গাড়ির প্রতিযোগিতার জন্য তৈরি হয়েছে গাড়ি। তবে এ গাড়িতে কোনো চালক থাকছে না। কারণ গাড়িগুলো চলবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি। . এবার দর্শকদের রোমাঞ্চিত করবে চালকবিহীন গাড়ির রেস। সম্প্রতি এ প্রতিযোগিতার জন্য একটি চালকহীন গাড়ির প্রটোটাইপ তৈরি করা হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যের ডারবিতে ডনিংটন পার্ক সার্কিটে এ গাড়ি নামানো হয়। . গাড়িটি কোনো চালক ছাড়াই সার্কিটে একটি ল্যাপ চলে। এতে সে সময় কোনো মানুষের নিয়ন্ত্রণের প্রয়োজন হয়নি। চালকহীন গাড়ি নিয়ে বহু প্রতিষ্ঠান গবেষণা করছে। তবে তাদের মূল আগ্রহ রাস্তায় গাড়ি চলাচলের ব্যবস্থা করা। এবারই প্রথম রেসিং গাড়ি হিসেবে চালকহীন গাড়ি তৈরি হলো। . চালকহীন গাড়ির প্রতিযোগিতা কতটা মানুষের মন জয় করবে, তা নিয়ে অনেকেই সন্ধিহান। তবে গাড়ি প্রতিযোগিতার সংশ্লিষ্টরা এ ব্যাপারে আশাবাদী যে, দর্শকরা এটি সাদরে গ্রহণ করবে। লন্ডনভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান কাইনটেক আশা করছে বৈদ্যুতিক শক্তিচালিত সম্পূর্ণ চালকহীন গাড়ির প্রতিযোগিতা আগামীতে মানুষের মন জয় করবে। |