ঝটপট পড়ে নিন কিছু জন্মদিনের কবিতা - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: কবিতা সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=54) +---- Forum: ভালবাসার কবিতা (http://forums.likebd.com/forumdisplay.php?fid=58) +---- Thread: ঝটপট পড়ে নিন কিছু জন্মদিনের কবিতা (/showthread.php?tid=1985) |
ঝটপট পড়ে নিন কিছু জন্মদিনের কবিতা - raju r - 02-20-2017 জন্মদিনের কবিতা ১ আজকের আকাশে অনেক তারা,দিন ছিল সূর্যে ভরা। আজকের জোসনাটা আরো সুন্দর,সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য,ভরে থাকা ভাল লাগা। মুখরিত হবে দিন গানে গানে,আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়, তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়। আজ জন্মদিন তোমার…… ! তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল, তোমার জন্য হাসা স্নিগ্ধ বিকেল। ভালবাসা নিয়ে নিজে তুমি,ভালবাস সব সৃষ্টিকে। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়, তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়। আজ জন্মদিন তোমার…… ! তোমার জন্য ফুটে পৃথিবীর সব গোলাপ, তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ। আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত কর পৃথিবীকে। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়, তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়। আজ জন্মদিন তোমার…… ! জন্মদিনের কবিতা ২ কুড়িটি বছর আগে এসেছিলে এই ভুবনে! যেদিন তোমার সাথে হল পরিচয়, সেদিন থেকেই আজকের দিন আমার জীবনে, জানি না কেন ভীষণ আপন মনে হয়! শুভ হোক তোমার দিন, ভালবাসা দিলাম উপহার এই দূর থেকে মেঘের সাথে ভেসে, তোমার হৃদয়ের গভীরে যাবে মিশে। যদিও আমি নেই দৃষ্টির সীমানায় তোমার! তোমাকে আচমকা অবাক করতে পারব না পারবনা সন্ধ্যার মৃদু আলোতে,বুকে জড়িয়ে বলতে, হে প্রিয়, শুভ হোক তোমার জন্মদিন। আকাংখা পূর্ণতা পেল না। জন্মদিনের কবিতা ৩ খোলে দাও ২৬ বছর ধরে বন্ধ থাকা সকল জানালা, আলো আসতে দাও, বয়ে যাও তোমার সাধনার তরী। ভয় নেই তোমার, আমি রয়েছি দাড়িয়ে সদর দরজায় হয়ে তোমার অতন্দ্র প্রহরী। রয়েছি আমি কঠোর পাহারায় তোমার দরজায় , বন্ধ করেছি কষ্ট আসার সব অজানা পথ। প্রতিনিয়ত তুমি বাচবে বাচার মত করে , কেউ ছুতে পারবেনা তোমাকে, রয়েছি আমি দশরথ। কষ্টের যত শির আজও বেচে আছে ধরনীতে , সব শিরের আজ নত হবে মাথা। প্রমান করে দাও তুমি শুধুই বাস্তব তুমি, নয় কোনো গল্প উপন্যাসের রচিত কথা। অন্ধকারে আর নয়, আলো আজ চারদিকে, শেষ হয়ে গেছে দুঃখের সব ঋণ। দুবাইয়ের মরুভমির মাঝে দাড়িয়ে বলছি অস্পস্ট স্বরে , বয়ে যাও মাঝি শুভ হোক তোমার জন্মদিন। জন্মদিনের কবিতা ৪ রবির কিরণে উঠল বেজে নূতন বীণাখানি টঙ্কারে তার প্রতিধ্বনি তোমার জীবন বানী! জন্মদিনের শুভক্ষণে রইলো মোদের আশা আসছে বছর আবার দেবো উজাড় ভালোবাসা। |